মঙ্গলবার, ১৩ জানুয়ারি ২০২৬ ।। ২৯ পৌষ ১৪৩২ ।। ২৪ রজব ১৪৪৭

শিরোনাম :
তাপমাত্রা নিয়ে নতুন বার্তা দিলো আবহাওয়া অফিস শায়খ আহমাদুল্লাহর পরামর্শে প্রবাসীদের জন্য সুদমুক্ত ঋণ চালু করছে সরকার বাংলাদেশি আলেমের হাতে অন্তিম মুহূর্তে হাসপাতালে কোরিয়ান বৃদ্ধের ইসলাম গ্রহণ নির্বাচন ও গণভোটের মাধ্যমে দেশের ভবিষ্যৎ নির্ধারণ হবে: প্রধান উপদেষ্টা সরকারবিরোধী আন্দোলনে গ্রেপ্তার বিক্ষোভকারীর মৃত্যুদণ্ড কার্যকর করতে যাচ্ছে ইরান মোবাইল ক্রেতাদের জন্য বড় সুখবর দিলো সরকার জাপা প্রার্থীদের মনোনয়ন বাতিলের দাবিতে ইসি অভিমুখে জুলাই ঐক্য গানম্যান পেলেন জামায়াত আমির বাজারে এলো ‘মাওলানা ওয়াজি উল্লাহ রহ. জীবন কর্ম ও দাওয়াতের কারগুজারি’ নীতিমালা লঙ্ঘন: ১১ মাদরাসাপ্রধানের বেতন স্থগিত

ডিআইজি মিজানের বিরুদ্ধে দুদকের মামলা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সম্পদের তথ্য গোপন ও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে পুলিশের বিতর্কিত ডিআইজি মিজানুর রহমান ও তার স্ত্রীসহ পরিবারের চার সদস্যের বিরুদ্ধে মামলা করেছ দুনীর্তি দমন কমিশন, দুদক। দুদকের নিজস্ব কার্যালয়ে এটিই প্রথম মামলা।

একই সঙ্গে আসামিদের দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করে দেশের সব সীমান্ত ইমিগ্রেশনে চিঠিও পাঠানো হয়েছে। এদিকে, ঘুষ লেনদেনের অভিযোগে আগামী পহেলা জুলাই জিজ্ঞাসাবাদের জন্য ডিআইজি মিজান ও দুদক কর্মকর্তা এনামুল বাসিরকে তলব করেছে দুদক।

নারী নির্যাতনের অভিযোগে গত বছর দায়িত্ব থেকে প্রত্যাহার হওয়া পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক মিজানুর রহমানের অবৈধ সম্পদের খোঁজে তদন্ত শুরু করে দুর্নীতি দমন কমিশন। তবে দুদকের জাল থেকে নিজেকে বাঁচাতে চেষ্টার কোনো কমতি ছিলো না তার।

এমনকি তদন্ত কর্মকর্তাকে প্রভাবিত করতে ঘুষ লেনদেনেরও অভিযোগ ওঠে। যার তথ্যপ্রমাণ পরবর্তীতে নিজেই ফাঁস করেন ডিআইজি মিজান। সেই সূত্র ধরে এক পর্যায়ে বদল করা হয় তদন্ত কর্মকর্তাও।

অবশেষে সব জল্পনা শেষে সোমবার কমিশন সভায় অনুমোদনের পর সোমবার( ২৪ জুন) ডিআইজি মিজান ও তার স্ত্রীসহ চারজনের বিরুদ্ধে দুদকের সমন্বিত জেলা কার্যালয়ে মামলা করেন সংস্থাটির পরিচালক ও মামলার তদন্ত কর্মকর্তা মঞ্জুর মোর্শেদ। মামলায় আসামিদের বিরুদ্ধে ৩ কোটি ২৮ লাখ ৬৮ হাজার টাকা জ্ঞাত আয়ের উৎস বহির্ভূত সম্পদ অর্জন ও ৩ কোটি ৭ লাখ টাকার সম্পদের তথ্য গোপনের অভিযোগ আনা হয়।

ডিআইজি মিজানকে গ্রেপ্তার করা হবে কিনা, সে বিষয়টি মামলার তদন্ত কর্মকর্তার ওপর নির্ভর করছে বলে জানান দুদক চেয়ারম্যান ইকবাল মাহমুদ। ঘুষ লেনদেনের অভিযোগে আগামী পহেলা জুলাই ডিআইজি মিজান ও দুদক কর্মকর্তা এনামুল বাছিরকে আলাদাভাবে জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছে দুদক।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ