বৃহস্পতিবার, ০৬ নভেম্বর ২০২৫ ।। ২০ কার্তিক ১৪৩২ ।। ১৫ জমাদিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
বিএনপি-জামায়াতের বাইরে নতুন রাজনৈতিক জোটের উদ্যোগ এনসিপির  মাইলস্টোনে যুদ্ধবিমান বিধ্বস্তের কারণ পাইলটের উড্ডয়ন ত্রুটি পুলিশের খোয়া যাওয়া অস্ত্র উদ্ধারে আবারও পুরস্কার ঘোষণা বিশাল স্বর্ণ ভান্ডার মিলল পাকিস্তানে একীভূত হওয়া ৫ ব্যাংকের অর্থ ও আমানত সুরক্ষিত থাকবে : গভর্নর ষড়যন্ত্রের প্রতিবাদে ইসলামি আরবি বিশ্ববিদ্যালয় সম্মিলিত শিক্ষার্থী ফোরামের মানববন্ধন বৈষ্যমের বিরুদ্ধে সিলেটবাসীকে ঐক্যবদ্ধ ভাবে আন্দোলন করতে হবে পেঁয়াজের বাজার নিয়ন্ত্রনে সরকারকে ন্যাপের আহ্বান জুলাই সনদ বাস্তবায়ন ব্যতীত দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ গঠন সম্ভব নয়: কামাল হোসেন ঘূর্ণিঝড় টাইফুন কালমেগি আঘাত, নিহত বেড়ে ১০০, নিখোঁজ ২৬

হজে ১৩০ বছরের বৃদ্ধ: ১১০ বছর পর আল্লাহ আমার ডাক কবুল করলেন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আবদুল্লাহ তামিম ♦

ইন্দোনেশিয়ার আল আলিয়ায় বাস করেন ১৩০ বছর বয়সি ইউহা। সারাটি জীবন অন্যের ক্ষেতে কাজ করে হালাল উপার্জন করেছেন তিনি। ২০ বছর বয়স থেকেই আল্লাহর ঘর দেখতে স্বপ্ন দেখেন। কবে বায়তুল্লাহয় আসবেন সেই প্রতীক্ষায় পাড় করেছেন ১১০টি বসন্ত।

অবশেষে আল্লাহ তার ডাক কবুল করেছেন। এ বছর হজ করতে সৌদি আরবে পৌঁছেছেন তিনি। এ বৃদ্ধ মানুষটির চার সন্তান থাকলেও অর্থকড়ি কম থাকায় হজে পাঠাতে পারেনি তাকে। তাই অপূর্ণই থেকে যাচ্ছিল তার হজে আসার ইচ্ছে।

তিনি কিভাবে হজে আসছেন এ বিষয়ে জিজ্ঞেস করলে তিনি দু’ হাত উপরের দিকে উঠিয়ে বলেন, শুধু আল্লাহর দরবারে চাওয়া আর বেশি বেশি দোয়া করার কারনেই আমি আজ আল্লাহর ঘর ও প্রিয় রাসুুলের রওজা যিয়ারত করতে পেরেছি। আলহামদুলিল্লাহ।

তিনি আরো বলেন, আল্লাহর কাছে চাইতে হবে। হতাশ হলে চলবে না। মহান আল্লাহ বান্দার উপযুক্ত সময়েই ডাক কবুল করেন। এজন্য আল্লাহর নিকট সবসময় চেয়ে যেতে হবে।

জানা যায়, এ ১৩০ বছর বয়সি বৃদ্ধ যখন হজ করতে রওনা করেন, তখন কেউ একজন একটি ভিডিও করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছাড়েন। আর সঙ্গে সঙ্গে তার ভাইরাল হয়ে যায়।

সৌদি হজ কর্তৃপক্ষ এ ভিডিও দেখতে পেলে বাদশাহ সালমানকে দেখান। তখন তিনি তার পুরো পরিবারকে হজ করার আমন্ত্রণ জানান।

আল্লাহ তার দোয়া এমনভাবে কবুল করলেন যে তার ঘোটা পরিবার এখন বায়তুল্লাহর মেহমান হয়ে আসছে। তাও আবার বাদশাহর আমন্ত্রণে রাজকীয়ভাবে।

এজন্য আল্লাহর কাছে ধৈর্যসহ দোয়া করে যেতে হবে। আল্লাহ সঠিক সময়ে আমাদের দোয়া কবুল করবেন। সূত্র: জারবে দেওবন্দ উর্দু

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ