বৃহস্পতিবার, ০৬ নভেম্বর ২০২৫ ।। ২০ কার্তিক ১৪৩২ ।। ১৫ জমাদিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
বিএনপি-জামায়াতের বাইরে নতুন রাজনৈতিক জোটের উদ্যোগ এনসিপির  মাইলস্টোনে যুদ্ধবিমান বিধ্বস্তের কারণ পাইলটের উড্ডয়ন ত্রুটি পুলিশের খোয়া যাওয়া অস্ত্র উদ্ধারে আবারও পুরস্কার ঘোষণা বিশাল স্বর্ণ ভান্ডার মিলল পাকিস্তানে একীভূত হওয়া ৫ ব্যাংকের অর্থ ও আমানত সুরক্ষিত থাকবে : গভর্নর ষড়যন্ত্রের প্রতিবাদে ইসলামি আরবি বিশ্ববিদ্যালয় সম্মিলিত শিক্ষার্থী ফোরামের মানববন্ধন বৈষ্যমের বিরুদ্ধে সিলেটবাসীকে ঐক্যবদ্ধ ভাবে আন্দোলন করতে হবে পেঁয়াজের বাজার নিয়ন্ত্রনে সরকারকে ন্যাপের আহ্বান জুলাই সনদ বাস্তবায়ন ব্যতীত দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ গঠন সম্ভব নয়: কামাল হোসেন ঘূর্ণিঝড় টাইফুন কালমেগি আঘাত, নিহত বেড়ে ১০০, নিখোঁজ ২৬

এক মলাটে আলোকিত কওমির অবয়ব

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ওমর ফারুক মজুমদার

দেশে প্রচলিত ত্রিমুখি শিক্ষাধারার একটি কওমি। সনদের সরকারি স্বীকৃতি লাভের পর আলোকিত এ শিক্ষাধারা নতুন করে আলোচনায় এসেছে। আগে যারা এ শিক্ষাধারা সম্পর্কে তেমন জানতেন না তারাও এখন কওমি মাদরাসা সম্পর্কে ভালো ধারণা রাখেন। গত কয়েক বছরে আমাদের মূলধারার গণমাধ্যমে কওমি মাদরাসার নানা দিক আলোচিত হয়েছে। ফলে এতদিন অনালোচিত ও অনাদরে থাকা এ শিক্ষাব্যবস্থা সম্পর্কে সর্বমহলের কৌতূহল দেখা দিয়েছে। সেই কৌতূহল মেটাতেই এ শিক্ষাব্যবস্থার নানা দিক তুলে ধরা হয়েছে ‘সুপ্রভাত কওমি’ বইটিতে।

কওমি মাদরাসার ওপর আলোকপাত করা বইটি লিখেছেন জহির উদ্দিন বাবর। তিনি বাংলাদেশ ইসলামী লেখক ফোরামের সভাপতি। মূলধারার নিউজপোর্টাল ঢাকাটাইমসের বার্তা সম্পাদক। প্রায় দেড় যুগ ধরে লেখালেখির সঙ্গে জড়িত জহির উদ্দিন বাবরের মূল বিকাশটা হয়েছে কওমি মাদরাসায়। এজন্য স্বাভাবিকভাবেই এ অঙ্গনের প্রতি আন্তরিকতা ও মমতা থেকে তিনি তুলে ধরেছেন কওমির প্রকৃত অবয়ব। তার লেখায় এই অঙ্গনের প্রতি নিজের দরদের কথা যেমন উঠে এসেছে তেমনি সংস্কারযোগ্য বিভিন্ন দিক নিয়েও তিনি মার্জিত ভঙ্গিতে আলোচনা করেছেন।

বইটিকে লেখক তিনটি অধ্যায়ে ভাগ করেছেন। আলোকিত অঙ্গন শিরোনামে তিনি কওমি শিক্ষাধারার সম্ভাবনা ও ইতিবাচক নানা দিক তুলে ধরেছেন। সংকট-সংস্কার শিরোনামে তুলে ধরেছেন সময়ের প্রেক্ষাপট বিবেচনায় সংস্কারযোগ্য নানা প্রসঙ্গ। আর স্মরণীয়-বরণীয় শিরোনামে এ অঙ্গনে আলো ছড়ানো কিছু মানুষের ওপর স্মৃতি ও মূল্যায়নধর্মী বিশ্লেষণ উঠে এসেছে।

প্রাঞ্জল ভাষা, বোধগম্য বর্ণনা এবং পরিশীলিত চিন্তার কারণে বইটি যেকোনো পাঠককে ছুঁয়ে যাওয়ার মতো। কওমি অঙ্গনের সঙ্গে সংশ্লিষ্ট এবং যারা এ অঙ্গন সম্পর্কে ধারণা পেতে চান সবার জন্যই বইটি দরকারি বলে বিবেচিত হবে।

২২৪ পৃষ্ঠার বইটি প্রকাশ করেছে বাংলাবাজারের দারুল উলূম লাইব্রেরী। সাদা অফসেট পেপারে ছাপা বোর্ড বাঁধাই বইটি অনলাইনে রকমারি ডটকমের মাধ্যমে সংগ্রহ করা যাবে। এছাড়াও বাংলাবাজারসহ দেশের অভিজাত লাইব্রেরিগুলোতে পাওয়া যাবে বইটি।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ