বৃহস্পতিবার, ০৬ নভেম্বর ২০২৫ ।। ২০ কার্তিক ১৪৩২ ।। ১৫ জমাদিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
বিএনপি-জামায়াতের বাইরে নতুন রাজনৈতিক জোটের উদ্যোগ এনসিপির  মাইলস্টোনে যুদ্ধবিমান বিধ্বস্তের কারণ পাইলটের উড্ডয়ন ত্রুটি পুলিশের খোয়া যাওয়া অস্ত্র উদ্ধারে আবারও পুরস্কার ঘোষণা বিশাল স্বর্ণ ভান্ডার মিলল পাকিস্তানে একীভূত হওয়া ৫ ব্যাংকের অর্থ ও আমানত সুরক্ষিত থাকবে : গভর্নর ষড়যন্ত্রের প্রতিবাদে ইসলামি আরবি বিশ্ববিদ্যালয় সম্মিলিত শিক্ষার্থী ফোরামের মানববন্ধন বৈষ্যমের বিরুদ্ধে সিলেটবাসীকে ঐক্যবদ্ধ ভাবে আন্দোলন করতে হবে পেঁয়াজের বাজার নিয়ন্ত্রনে সরকারকে ন্যাপের আহ্বান জুলাই সনদ বাস্তবায়ন ব্যতীত দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ গঠন সম্ভব নয়: কামাল হোসেন ঘূর্ণিঝড় টাইফুন কালমেগি আঘাত, নিহত বেড়ে ১০০, নিখোঁজ ২৬

হজের প্রস্তুতিতে মক্কায় শেষ মুহূর্তের আয়োজন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আবদুল্লাহ তামিম: এ বছরের পবিত্র হজ সামনে রেখে মক্কায় চলছে শেষ মুহুর্তের প্রস্তুতি। মক্কায় জড়ো হতে শুরু করেছেন বিশ্বের নানা প্রান্ত থেকে আসা মুসলমানরা।

এ বছর প্রায় ২৫ লাখ মুসলমান হজ পালন করবেন। এরমধ্যে বাংলাদেশ থেকে অংশ নিচ্ছেন ১ লাখ ২৬ হাজার ৭শ মুসল্লি।পবিত্র হজ পালন করতে সৌদি আরবে অবস্থান করছেন ১২০টি দেশের ধর্মপ্রাণ মুসল্লিরা। নিজ নিজ দেশ ও বিশ্ব উম্মার শান্তি কামনার পাশাপাশি আল্লাহর নৈকট্য লাভের আশা তাদের।

এক বাসিন্দা বলেন, বিশ্বের নানা প্রান্ত থেকে আসা লাখ লাখ মুসলমান এই বার্তাই বলে যে এখানে কোনো তফাৎ নেই, আছে শুধু সাম্য। আর সবার লক্ষ্য একটাই, হজ্ব যা ইসলামের একাত্বতা।

অন্য এক বাসিন্দা বলেন, এখানে এসে আপনি আপনার সব মুসলিম ভাইদের সাথে এক হয়ে দোয়া চাইবেন। এখানে সবাই এক। সব বর্ণ বা জাতের মানুষ এখানে এক হয়। এজন্যই আমি খুব খুশি।

৯ আগস্ট শুক্রবার মিনার উদ্দেশ্যে রওয়ানা দেবেন তারা। শনিবার আরাফাতের ময়দান এবং মুজদালিফায় কাটাবেন হাজিরা। ওইদিনই হজের আনুষ্ঠানিকতা সম্পন্ন করে ১১ আগস্ট ঈদুল আজহা উদযাপন করবেন তারা।

যেকোন ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে এরইমধ্যে নিরাপত্তা জোরদার করেছে সৌদি সরকার। নিশ্ছিদ্র নিরাপত্তা নিশ্চিতে হয়েছে নিরাপত্তা মহড়াও। বিভিন্ন বাহিনীর সমন্বয়ে আয়োজিত এ মহড়ায় উঠে আসে কঠোর হাতে জঙ্গি দমনের বিষয়টি।

মক্কার তাপমাত্রা ৪০ ডিগ্রি ছাড়িয়ে যাওয়ার পূর্বাভাসে মুসল্লিদের বাড়তি সতর্ক থাকার পরামর্শ দিয়েছে কর্তৃপক্ষ। তাপমাত্রা সহনীয় রাখতে নানা পদক্ষেপ নেয়ার কথাও জানিয়েছে তারা।

পারস্য উপসাগরীয় এলাকায় চলমান উত্তেজনার মধ্যেই অনুষ্ঠিত হতে যাচ্ছে এবারের হজ। একাধিক তেলবাহী ট্যাঙ্কারে হামলার জন্য ইরানকে দায়ি করা হলেও বরাবরই তা অস্বীকার করে আসছে তেহরান।

কূটনৈতিক সমঝোতা না হলেও এবছর ইরান থেকে প্রায় সাড়ে আটাশি হাজার মুসল্লি হজ পালন করতে সৌদিআরব গেছেন।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ