রবিবার, ২১ সেপ্টেম্বর ২০২৫ ।। ৬ আশ্বিন ১৪৩২ ।। ২৯ রবিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
অর্থনীতির মূল লক্ষ্য হতে হবে উদ্বৃত্ত সৃষ্টি: বাণিজ্য উপদেষ্টা চবির আরবি বিভাগের নতুন সভাপতি অধ্যাপক ড. গিয়াস উদ্দিন তালুকদার ডেঙ্গুতে একদিনে ১২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৭৪০ সিরাতকে ধারণের মাধ্যমেই সত্যিকার পরিবর্তন সম্ভব: ধর্ম উপদেষ্টা সিরাতুন্নবী (সা.) সাধারণ জ্ঞান প্রতিযোগিতার লাইভ ড্র অনুষ্ঠান ২৩ সেপ্টেম্বর জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্রে যাচ্ছেন সিরিয়ার প্রেসিডেন্ট নির্বাচন পদ্ধতি নিয়ে সিদ্ধান্ত নেবে রাজনৈতিক দলগুলো: প্রেসসচিব আফগানিস্তানের এক ইঞ্চি মাটিও নিয়ে কোনো চুক্তি নয়: প্রতিরক্ষা কর্মকর্তা বক্তা আমির হামজার ক্ষমা প্রার্থনা, সতর্ক করল জামায়াত আফগানের পানি ও বিদ্যুৎমন্ত্রীর সঙ্গে বাংলাদেশের আলেম প্রতিনিধি দলের সাক্ষাৎ

কাশ্মীর ইস্যুতে জাতিসংঘকে জরুরি বৈঠক ডাকার আহ্বান পাকিস্তানের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: কাশ্মীর ইস্যুতে জাতিসংঘের নিরাপত্তা পরিষদকে জরুরি বৈঠক ডাকার আহ্বান জানিয়েছে পাকিস্তান। ভারত কাশ্মীরকে ভেঙে দুটি কেন্দ্রশাসিত অঞ্চল করায় দক্ষিণ এশিয়ার শান্তি ও নিরাপত্তা মারাত্মক হুমকির মুখে পড়েছে বলেও জানিয়েছে দেশটি।

পাকিস্তানের জিয়ো নিউজ এক প্রতিবেদনে জানায়, জাতিসংঘে নিযুক্ত দেশটির রাষ্ট্রদূত মালিহা লোদি মঙ্গলবার পররাষ্ট্রমন্ত্রী শাহ মেহমুদ কুরেশির লেখা একটি চিঠি নিরাপত্তা পরিষদের প্রেসিডেন্ট এবং পোল্যান্ডের দূত জোয়ানা রোনেকার কাছে পৌঁছে দেন।

আরও জানায়, পরিষদটির প্রেসিডেন্ট অন্যান্য সদস্যের সঙ্গে আলোচনা করে বৈঠকটির জন্য একটি তারিখ নির্ধারণ করবে। এদিকে লোদি পরিষদটির সদস্যদেরকে কাশ্মীরের সবশেষ পরিস্থিতি সম্পর্কে জানাতে শুরু করেছেন।

পাকিস্তানের আরেকটি শীর্ষস্থানীয় গণমাধ্যম ডন এক প্রতিবেদনে জানায়, মঙ্গলবার রাতে দেশটির পররাষ্ট্রমন্ত্রী শাহ মেহমুদ কুরেশি এক বিবৃতিতে জানান যে তিনি পরিষদটির প্রেসিডেন্টের কাছে একটি চিঠি লিখেছেন।

তিনি জানান, এই চিঠিতে জাতিসংঘের রেজোল্যুশন লঙ্ঘন করে ভারতের নেয়া অবৈধ পদক্ষেপ নিয়ে আলোচনা করার জন্য একটি জরুরি বৈঠক ডাকার আহ্বান জানানো হয়েছে। পোল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রী জ্যাসেক জ্যাপুটোউইচকেও বিষয়টি জানানো হয়েছে।

তিনি আরও জানান, পাকিস্তান মনে করে ভারতের এককভাবে নেয়া কাশ্মীরের বিশেষ মর্যাদা বাতিলের পদক্ষেপ শুধু আঞ্চলিক নয় বিশ্বশান্তির জন্য হুমকি। এছাড়া চিঠিটি পরিষদের সদস্যদের কাছে বিলি করার আহ্বান জানানো হয়েছে।

জ্যাসেক জ্যাপুটোউইচ এই বিষয়ে বলেন, যেকোনো বিতর্ক আলোচনার মাধ্যমে দূর যায়। পোল্যান্ড কাশ্মীরের পরিস্থিতি গভীরভাবে পর্যবেক্ষণ এবং ভারত ও পাকিস্তানের সঙ্গে নিয়মিত যোগাযোগ করবে। তিনি পরে সাংবাদিকদেরকে জানান, দ্রুতই পাকিস্তানের চিঠিটি নিয়ে আলোচনা হবে।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ