সোমবার, ০৫ মে ২০২৫ ।। ২১ বৈশাখ ১৪৩২ ।। ৭ জিলকদ ১৪৪৬


জম্মু-কাশ্মীরে অক্টোবরে নির্ধারিত শিল্প সম্মেলন বাতিল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ভারত নিয়ন্ত্রিত জম্মু ও কাশ্মীরে আগামী অক্টোবর মাসে শিল্প সম্মেলন হওয়ার কথা থাকলেও ভারতের সংবাদ মাধ্যম 'এনডিটিভি'র এক প্রতিবেদনে বলা হয়েছে, আসন্ন শিল্প সম্মেলন বাতিল করা হয়েছে। আগামী ১২ অক্টোবর থেকে ১৪ অক্টোবর পর্যন্ত, শ্রীনগরে এই সম্মেলন হওয়ার কথা ছিল এবং আটটির বেশী দেশ অংশগ্রহণ করবে বলেও ঘোষণা করা হয়েছিল।

জম্মু ও কাশ্মীরে বিশেষ মর্যাদা প্রদান করা ভারতীয় সংবিধানের ৩৭০ ধারা বাতিলের মাধ্যমে ওই অঞ্চলে বিনিয়োগের সুযোগ সৃষ্টি হয়। কারণ ৩৫-এ ধারার কারণে কাশ্মীরে জমি কিনতে পারতেন না বহিরাগতরা।

এছাড়াও ৩৭০ ধারার কারণে সেখানকার বাসিন্দারা, সম্পত্তি, সরকারি চাকরি এবং কলেজের আসনের ক্ষেত্রে, যে একমাত্র অধিকারি ছিলেন। কিন্তু কাশ্মীরিদের বিশেষ মর্যাদা বাতিলের কারণে এই সুযোগগুলো আর নেই বরং সেগুলি সারা দেশের জন্য হয়ে গেছে।

গত ৫ আগস্ট ৩৭০ অনুচ্ছেদ বাতিল করে কাশ্মীরকে ভারতের কেন্দ্র শাসিত অঞ্চলে পরিণত করা হয়। এর সঙ্গে কাশ্মীরে জরুরি অবস্থা জারি করে বহু সংখ্যক সেনা মোতায়েন করা হয়। এছাড়াও কাশ্মীরের সাবেক দুই মুখ্যমন্ত্রীকে গৃহবন্দি করে রাখা হয় এবং কাশ্মীরে সকল ধরনের যোগাযোগ বিচ্ছিন্ন করা ছাড়াও বন্ধ করে দেওয়া হয় ইন্টারনেট সেবা।

তবে ভারত কর্তৃপক্ষের এক বিবৃতিতে জানানো হয়, কাশ্মীরে গৃহীত পদক্ষেপগুলো উদ্বেগজনক পরিস্থিতি নিয়ন্ত্রণে এবং এই অঞ্চলে আইন শৃঙ্খলা রক্ষার জন্য করা হয়েছে। এই অঞ্চলটি ভারতের এক মাত্র মুসলিম সংখ্যাগরিষ্ঠ অঞ্চল হওয়ায় সেখানে জঙ্গি উপস্থিতি রুখতে এমন পদক্ষেপ নেওয়া হয়েছে।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ