শুক্রবার, ১৬ জানুয়ারি ২০২৬ ।। ২ মাঘ ১৪৩২ ।। ২৭ রজব ১৪৪৭


সাভারে নিখোঁজ মাদরাসাছাত্রের লাশ উদ্ধার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসাম: সাভারে নিখোঁজের একদিন পর ধলেশ্বরী নদী থেকে এক মাদরাসা শিক্ষার্থীর ভাসমান লাশ উদ্ধার করা হয়েছে। নিহত শিক্ষার্থীর নাম সাগর (১৭)।

শনিবার বিকেলে ধলেশ্বরী নদীর কুণ্ডা এলাকা থেকে ওই শিক্ষার্থীর মরদেহটি উদ্ধার করেছে ফায়ার সার্ভিস।

এর আগে গত শুক্রবার সকালে সাভারের রাজারঘাট এলাকায় নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হয় সাগর। নিহত সাগর সাভারের রাজফুলবাড়িয়া নগরচর এলাকার অহিদুল মুসার ছেলে। সে স্থানীয় একটি মাদরাসার শিক্ষার্থী ছিল বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

সাভার ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার লিটন আহাম্মেদ বিষয়টি নিশ্চিত করে বলেন, শুক্রবার সকালে ধলেশ্বরী নদীর রাজাঘাট এলাকায় গোসল করতে নামে সাগর ও তার বন্ধু। এসময় নদীতে স্রোত থাকায় তার বন্ধু তীরে উঠতে পারলেও সাগর নিখোঁজ হয়।

পরে স্থানীয়রা ফায়ার সার্ভিসে খবর দিলে দুপুরে উদ্ধার অভিযান শুরু করে। পরবর্তীতে শনিবার বিকেলে ধলেশ্বরী নদীর কুণ্ডা এলাকা থেকে সাগরের মরদেহ উদ্ধার করা হয়।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ