ইকবাল আজিজ
জেলা প্রতিনিধি
‘সদকায়ে জারিয়ার উদ্দেশ্যে একটি করে গাছ লাগাই; সবুজ বনায়নে আমাদের সুন্দর ভূবন আমরা সাজাই’ এ শ্লোগানকে সামনে রেখে আজ (৫ সেপ্টেম্বর) সকাল ৯ টায় পৌরসভার নাইট্যংপাড়া মার্কাজে আবু বকর (রা.) মাদ্রাসায়, উপজেলার সামাজিক উন্নয়নমূলক সংগঠন ‘সওতুল হেরা সোসাইটি টেকনাফ’ এর বৃক্ষ রোপণ-১৯ উদ্বোধন হয়।
সংগঠনের সভাপতি হাফেজ মোহাম্মদ উল্লাহ রিয়াদ বলেন, আমরা টেকনাফ উপজেলার বৃহত্তর সংগঠন সওতুল হেরা সোসাইটির উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠান পৌরসভার নাইটংপাড়া মাদরাসা থেকে শুরু করে টেকনাফ উপজেলার বিভিন্ন ইউনিয়নের মাদরাসা, স্কুল প্রতিষ্ঠানসহ চৌরাস্তা মোড়গুলোতে হরেক রকমের বৃক্ষ রোপণ করেছি। এ কর্মসূচি অব্যাহত থাকবে ।

সেই সাথে আজকের অনুষ্ঠানে অতিথি সহ যারা উপস্থিত ছিলেন সকলকে সংগঠনের পক্ষ থেকে ধন্যবাদ এবং আগামীতে এইরকম সামাজিক উন্নয়নমূলক কাজগুলোতে সহযোগিতা পাবো বলে আশা করি ।
অতিথিরা বক্তব্যে বলেন, প্রাকৃতিক ভারসাম্য রক্ষায় গাছপালার ভূমিকা অপরিসীম। গাছপালা ও বনভূমি যেমনিভাবে আমাদের জন্য অক্সিজেন সরবরাহ করে ঠিক তেমনিভাবে প্রাকৃতিক দুর্যোগের কবল থেকেও পরিবেশকে রক্ষা করে। তাই সীমান্ত উপজেলা টেকনাফের প্রাকৃতিক পরিবেশ আরো সুন্দর করার লক্ষ্যে ‘সওতুল হেরা সোসাইটি টেকনাফ’ এর বৃক্ষ রোপণ কর্মসূচির উদ্যোগ নেয়ায় সকলকে ধন্যবাদ। আগামীতে এ রকম সামাজিক উন্নয়নমূলক কর্মসূচিগুলোতে সকল প্রকার সহযোগিতা করবে বলেও আশ্বাস দেন।
সংগঠনের সদস্যদের মধ্যে ছিলেন সভাপতি হাফেজ মোহাম্মদ উল্লাহ রিয়াদ,সহ-সভাপতি জসিম উদ্দিন, সাধারণ সম্পাদক মাওলানা ইব্রাহিম, অর্থ সম্পাদক মাওলানা ইকবাল আজিজ, মাওলানা মুহা. রাশেদ, মাওলানা ছৈয়দ আলম, মাওলানা ইসমাইল, মাওলানা আবদুল্লাহ, হাফেজ রফিক উল্লাহ প্রমুখ।
উদ্বোধন কালে অতিথিদের মধ্যে ছিলেন উপজেলা চেয়ারম্যান নুরুল আলম, সহকারি কমিশনার (ভূমি) আবুল মনসুর, সাবরাং বড় মাদ্রাসার পরিচালক মাও. নূর আহমদ, টেকনাফ সাংবাদিক ইউনিটির উপদেষ্টা হাফেজ কাশেম, টেকনাফ সাংবাদিক ইউনিটির সভাপতি সাইফুল ইসলাম সাইফী, কৃষি অফিসার শফিউল্লাহ, মার্কাজে আবু বকর (রা.) মাদ্রাসার প্রতিষ্ঠাতা হাজী মোহাম্মদ ও পরিচালক মাওলানা মোহাম্মদ কাসেম, বিশিষ্ট ব্যবসায়ী মোঃ ফেরদৌস, সাংবাদিক এম আমানুল্লাহ আমান, সাংবাদিক শহীদুল্লাহ শহীদ, সাংবাদিক ইয়াসির আরাফাত সানি, ফাউণ্ডেশন অফ দ্যা রাইজিং এর সভাপতি সাইদুল ইসলাম রানাসহ এ মাদরাসার শিক্ষক ও ছাত্ররা।
সাবরাং দারুল উলুম মাদ্রাসার পরিচালক মাওলানা নুর আহমদ মুনাজাতের মাধ্যমে আজকের কর্মসূচি সমাপ্তি ঘোষণা করা হয়।
-এএ