শনিবার, ১৭ জানুয়ারি ২০২৬ ।। ২ মাঘ ১৪৩২ ।। ২৮ রজব ১৪৪৭


উসমানী খেলাফতের স্বপ্নদ্রষ্টা আরতুগ্রুলের মৃত্যুবার্ষিকীতে এরদোগান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

বেলায়েত হুসাইন ♦

তুর্কী বীর গাজী আরতুগ্রুল গাজী হলেন এমন মহান এক ব্যক্তি যিনি ছোট্ট একটি বসতিকে নেতৃত্ব প্রদান করে বিশাল এক সাম্রাজ্য প্রতিষ্ঠার পথপ্রদর্শনকারী-এই মন্তব্য করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়েব এরদোগান। খবর আনাদুলু আরবির।

সিএনএন এর খবর অনুযায়ী, গতকাল শুক্রবার উসমানী সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা উসমান প্রথম এর পিতা তুর্কী বীর গাজী আরতুগ্রুল ইবনে সুলাইমান শাহ্ এর মৃত্যুবার্ষিকী স্মরণে নিজের দেয়া এক বাণীতে তুর্কী প্রেসিডেন্ট এ মন্তব্য করেন।

বার্তায় মহান এই বীরের সাফল্যগাঁথা ইতিহাস স্মরণ করে তার প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন এরদোগান।

তিনি তার বাণীতে আরো বলেন,আমাদের পূর্ব পুরুষ আরতুগ্রুল-ই সর্বোপ্রথম সুগুত (ইস্তাম্বুলের দক্ষিণপূর্ব দিকে অবস্থিত) নগরীতে ইনসাফ, ন্যায়বিচার ও সহনশীলতার উপর ভিত্তি করে নতুন একটি সভ্যতার ভীত রচনা করেন এবং তিনি তার পরবর্তী প্রজন্মকে নিজের বুদ্ধিমত্তা, প্রজ্ঞা,ইনসাফ ও ন্যায়বিচারের কঠোর প্রশিক্ষণ প্রদান করে রাষ্ট্র পরিচালনার যোগ্য করে গড়ে তোলেন-এক্ষেত্রে তার পুত্র উসমান প্রথম ছিলেন সবার অগ্রগামী।

মুসলিম বিশ্বের জনপ্রিয় নেতা এরদোগান বলেন, আরতুগ্রুল কতৃক প্রতিষ্ঠিত সেই সুগুত-সভ্যতার মূল চেতনা-ই মূলত তুর্কী জনগণকে সংগ্রাম ও সংহতির পাঠ শিখিয়েছে এবং অনুপ্রেরণা জুগিয়েছে।

পরবর্তীতে তারই অবদানে তুর্কী-বীরদের নাম বীরত্বগাঁথা-মহাকাব্যে স্বর্ণাক্ষরে লিখা হয়েছে।

উল্লেখ্য, আরতুগ্রুল ইবনে সুলাইমান শাহ তুর্কমেনীয় মুসলিম সম্প্রদায় উগুজ বংশের কায়ী গোষ্ঠীর প্রধান নেতা ছিলেন।

তার জৈষ্ঠপুত্র উসমান প্রথমের হাতে প্রতিষ্ঠিত হয় পৃথিবীর সবশেষ ইসলামী খেলাফত 'উসমানী সাম্রাজ্য'। তিনি ১৩২৬ ঈসায়ী সালে ইন্তেকাল করেন। সূত্র: সিএনএন

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ