শনিবার, ১৭ জানুয়ারি ২০২৬ ।। ২ মাঘ ১৪৩২ ।। ২৮ রজব ১৪৪৭


রোহিঙ্গা প্রত্যাবাসনে মিয়ানমারের ওপর চাপ বাড়াবে অস্ট্রেলিয়া

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসন নিশ্চিতে মিয়ানমার ও স্টেট কাউন্সিলর অং সান সু চির ওপর চাপ বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে অস্ট্রেলিয়া।

দেশটির পররাষ্ট্রমন্ত্রী মেরিস পেইনের বরাতে এ তথ্য জানিয়েছে গণমাধ্যম দ্য সিডনি মর্নিং হেরাল্ড।

এতে বলা হয়েছে, এ মাসের শেষ নাগাদ বাংলাদেশের রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনের পর, জাতিসংঘে নিজেদের উদ্বেগের কথা তুলে ধরবে অস্ট্রেলিয়া। ওই সভায় যোগ দেবেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসন ও মেরিস পেইন।

দুর্যোগ মোকাবিলার মতো মানবিক সংকটেও মিয়ানমার সেনাবাহিনীর সঙ্গে সম্পর্ক অব্যাহত থাকবে জানিয়ে পেইন জানান, সামরিক সম্পর্কের ক্ষেত্রে যে বিধিনিষেধ আছে তা প্রত্যাহার হবে না।

আর এর মধ্য দিয়ে মিয়ারমারকে সিডনির বার্তা পৌঁছে দেয়া যাবে বলেও মনে করেন অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রী।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ