শনিবার, ১৭ জানুয়ারি ২০২৬ ।। ২ মাঘ ১৪৩২ ।। ২৮ রজব ১৪৪৭


ব্রাহ্মণবাড়িয়ায় পলিথিনে মোড়ানো নবজাতকের লাশ উদ্ধার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ব্রাহ্মণবাড়িয়ার সবুজবাগ এলাকায় পলিথিনে মোড়ানো অবস্থায় এক নবজাতকের লাশ উদ্ধার করেছে পুলিশ।

আজ রোববার বেলা দুইটার দিকে শহরের মেড্ডা সবুজবাগ এলাকার একটি পুকুরপাড় থেকে লাশটি উদ্ধার করা হয়।

স্থানীয়দের বরাতে জানা যায়, সবুজবাগ এলাকার একটি পুকুরপাড়ে পলিথিনে মোড়ানো অবস্থায় নবজাতকের লাশ দেখে পুলিশকে খবর দেয় স্থানীয়। পরে পুলিশ ঘটনাস্থলে এসে লাশটি উদ্ধার করে।

ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ওসি মুহাম্মদ সেলিম উদ্দিন বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, দু'দিন আগে শিশুটির জন্ম হয়েছে। রাতের অন্ধকারে কেউ পুকুরপাড়ে মরদেহটি ফেলে গেছেন। লাশটি সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ