শনিবার, ১৭ জানুয়ারি ২০২৬ ।। ২ মাঘ ১৪৩২ ।। ২৮ রজব ১৪৪৭


কাশ্মীরে লস্করের শীর্ষ নেতা নিহত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: জম্মু-কাশ্মীরের সোপোরে লস্কর-ই-তৈইবার শীর্ষস্থানীয় নেতা আসিফ মকবুল ভাটকে গুলি করে হত্যা করেছে ভারতীয় নিরাপত্তা বাহিনী।

জানা যায়, দুই দিন আগেই কাশ্মীর উপত্যকায় লস্কর-ই-তৈইবার মডিউলের সন্ধান পেয়েছিল কাশ্মীর পুলিশ।

কাশ্মীর জোন পুলিশের পক্ষ থেকে এক টুইট বার্তায় ওই নেতার মৃত্যুর খবর জানানো হয়েছে। সংগঠন লস্কর-ই-তৈইবার অন্যতম শীর্ষনেতা আসিফ মকবুল ভাট কাশ্মীরে খুবই সক্রিয় ছিল।

জম্মু-কাশ্মীর পুলিশের ডিজিপি প্রধান দিলবাগ সিং বলেন, আমাদের কাছে গোপন সূত্রে তথ্য ছিল। সেই মতে আমরা আসিফের গতিবিধি নজরে রাখছিলাম।

আমরা ওকে ধরার চেষ্টা করতে গেলে পাল্টা হামলা এবং গ্রেনেড ছোঁড়ে তারা। তাতে কিছু পুলিশ আহতও হয়েছেন। দক্ষিণ কাশ্মীরে নানা পোস্টার বিলি করছে। যুবকদের উস্কানি দেওয়ার চেষ্টাও করছে তারা।

পুলিশ এক সংবাদ বিবৃতিতে জানিয়েছে, কয়েক দিন আগে ফল বিক্রেতা পরিবারের তিনজনকে গুলি করে হত্যা করে এ আসিফ মকবুল।

এই ঘটনায় ৫ বছরের এক শিশুকন্যা গুরুতর আহত হয়। সোপোরে শফি আলম নামে এক ভিনরাজ্যের শ্রমিককেও হত্যা করেছিল ওই নেতা।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ