শনিবার, ১৭ জানুয়ারি ২০২৬ ।। ২ মাঘ ১৪৩২ ।। ২৮ রজব ১৪৪৭


নেতানিয়াহুর নিন্দায় জাতিসংঘ-আরব লীগ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ইসরাইলের প্রধানমন্ত্রী বেনইয়ামিন নেতানিয়াহু ফিলিস্তিনের পশ্চিম তীরের একাংশ অধিগ্রহণের অঙ্গীকার করায় তীব্র নিন্দা জানিয়েছে জাতিসংঘ এবং আরব লীগ। একে, মধ্যপ্রাচ্য শান্তি প্রক্রিয়ার পথে হুমকি বলেছে সংস্থাগুলো।

জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র স্টিফেন দ্যুজারিক জানান, দখলকৃত পশ্চিম তীরে ইসরাইলের অধিকার খাটানো, অনুশাসন ও নিয়ম নীতি প্রয়োগের চেষ্টা বরাবরের মতোই আন্তর্জাতিক আইনে অবৈধ হিসেবে ধরা হবে।

ওই অঞ্চলে শান্তি প্রতিষ্ঠার জন্য সম্ভাবনাময় সমঝোতা প্রক্রিয়া এবং দ্বি-রাষ্ট্রের ভিত্তিতে সমাধানের অস্তিত্বকে হুমকির মুখে ফেলবে বলেও জানান তিনি।

জরুরি বৈঠক শেষে ইসরাইলের প্রধানমন্ত্রীর বক্তব্যের তীব্র নিন্দা জানিয়েছে আরব লীগ। মিশরের কায়রোতে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে জানানো হয়, এধরনের বক্তব্য ইসরাইলের নয়া আগ্রাসনের ইঙ্গিত বহন করছে।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ