শনিবার, ১৭ জানুয়ারি ২০২৬ ।। ২ মাঘ ১৪৩২ ।। ২৮ রজব ১৪৪৭


ইসি ভবনে আগুনের ঘটনায় ৩ কোটি ৭৭ লাখ টাকার ক্ষতি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: নির্বাচন কমিশন ভবনে আগুনের ঘটনায় ৩ কোটি ৭৭ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ইসির অতিরিক্ত সচিব মোখলেসুর রহমান।

আগুনের ঘটনায় নির্বাচন কমিশন গঠিত তদন্ত কমিটির প্রতিবেদনের বরাত দিয়ে একথা জানান তিনি।

তিনি আরও জানান, বৈদ্যুতিক গোলযোগের কারণেই আগুন লাগে বলে উঠে এসেছে তদন্ত প্রতিবেদনে। ৪৫০০ ইভিএম ছিলো, এর মধ্যে ক্ষতি হয়েছে ২৭৪৮টি।

ক্ষতির পরিমাণ ৩ কোটি ২১ লাখ ২৮ হাজার টাকা। এসময় এক প্রশ্নের জবাবে মোখলেসুর রহমান জানান, আগুনের কারণে ইভিএম ক্ষতিগ্রস্থ হলেও রংপুর-৩ আসনের উপনির্বাচন এর কোন প্রভাব পড়বে না।

গত রোববার রাতে নির্বাচন কমিশন ভবনের নিচ তলায় আগুন লাগে। প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। পরে ইসি এবং ফায়ার সার্ভিস পৃথক দুটি তদন্ত কমিটি গঠন করে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ