শনিবার, ১৭ জানুয়ারি ২০২৬ ।। ৩ মাঘ ১৪৩২ ।। ২৮ রজব ১৪৪৭


রাজশাহীতে অপহৃত স্কুলছাত্রী ঢাকায় উদ্ধার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: রাজশাহীর মোহনপুর উপজেলায় অপহৃত এক স্কুলছাত্রীকে (১৩) রাজধানী ঢাকা থেকে উদ্ধার করেছে পুলিশ। এ সময় রিফাত হোসেন (২০) নামে এক যুবককে গ্রেফতার করা হয়েছে। পার্শ্ববর্তী তানোর উপজেলার তালন্দ গ্রামে তার বাড়ি। বাবার নাম সলিম উদ্দিন। রিফাত একজন ট্রাকচালক।

মোহনপুর থানার ওসি মোস্তাক আহম্মেদ এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, ভুক্তভোগী মেয়েটি ষষ্ঠ শ্রেণিতে পড়ে। মোহনপুরের ঘাসিগ্রামে তার বাড়ি। রিফাত তাকে প্রেমের প্রস্তাব দিয়ে আসতেন। গেল বুধবার স্কুল থেকে ফেরার পথে তাকে অপহরণ করে নিয়ে যান রিফাত।

এ নিয়ে রাতেই মেয়েটির ভাই থানায় অপহরণের মামলা করেন। এর পর পুলিশ মেয়েটিকে উদ্ধারে তৎপরতা শুরু করে। অবশেষে তাদের অবস্থান নিশ্চিত হয়ে বৃহস্পতিবার রাতে ঢাকায় অভিযান চালানো হয়। এ অভিযানে মেয়েটিকে উদ্ধারের পাশাপাশি অপহরণের অভিযোগে রিফাতকে গ্রেফতার করা হয়।

ওসি জানান, শুক্রবার রিফাতকে রাজশাহীর আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। আর শারীরিক পরীক্ষার জন্য ওই মেয়েটিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ