শনিবার, ১৭ জানুয়ারি ২০২৬ ।। ৩ মাঘ ১৪৩২ ।। ২৮ রজব ১৪৪৭


সেন্টমার্টিনগামী ট্রলারের ইঞ্জিন বিকল, ২৫ বাংলাদেশি উদ্ধার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: কক্সবাজারের টেকনাফ থেকে সেন্টমার্টিন ফেরার পথে বৃহস্পতিবার দুপুরে এফবি সুমাইয়া নামে একটি যাত্রীবাহী ট্রলারের ইঞ্জিন বিকল হয়ে পড়ে। ট্রলারে দ্বীপের বিভিন্ন এলাকার মাঝিসহ ২৫ জন ব্যক্তি ছিল। কোস্টগার্ড তাদের উদ্ধার করেছে।

কোস্টগার্ড সেন্টমার্টিন স্টেশন কমান্ডার লে. জোসেল রানা বলেন, বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে ৩ নারীসহ ২২ জন যাত্রী নিয়ে একটি ট্রলার টেকনাফ থেকে সেন্টমার্টিন যাচ্ছিল। দুপুরের দিকে নাফ নদী পার হয়ে বঙ্গোপসাগরের মিয়ানমার সীমান্ত ঘেঁষা নাইক্ষংদিয়া এলাকায় পৌঁছালে ট্রলারটির ইঞ্জিন বিকল হয়ে পড়ে।

তাৎক্ষণিকভাবে খবর পেয়ে কোস্টগার্ডের একটি টিম বঙ্গোপসাগর থেকে তাদের উদ্ধার করা হয়। বিকালের দিকে তারা সেন্টমার্টিন পৌঁছায়। এতে কেউ হতাহত হয়নি বলেও জানান তিনি।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ