সোমবার, ০৫ মে ২০২৫ ।। ২২ বৈশাখ ১৪৩২ ।। ৭ জিলকদ ১৪৪৬

শিরোনাম :
ভারত-পাকিস্তান ইস্যুতে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের রুদ্ধদ্বার বৈঠক আজ ৫ই মে ঐতিহাসিক গণহত্যা দিবস: আমাদের চোখ খুলবে কবে? স্বাস্থ্য খাত সংস্কার কমিশনের সুপারিশ দ্রুত বাস্তবায়নের নির্দেশ ‘২৫ মার্চের কালরাতকেও হার মানিয়েছে শাপলা চত্বরের গণহত্যা’ কসবা সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত প্রাথমিক স্বাস্থ্যসেবা সম্পূর্ণ বিনামূল্যে দিতে হবে : স্বাস্থ্যবিষয়ক সংস্কার কমিশন সংক্ষুব্ধ মুফতি ফয়জুল করীম, আইনি লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণা মেয়র পদ নিয়ে মুফতি ফয়জুল করীমের মামলা খারিজ ফরিদপুরের ভাঙ্গায় দুই গ্রুপের সংঘর্ষ: নিহত-১, আহত-৪০ চট্টগ্রামে সাউন্ড গ্রেনেড ও কাঁদানে গ্যাস ছুড়ে অবরোধকারীদের ছত্রভঙ্গ

ড. আব্দুল্লাহ জাহাঙ্গীর রহ. এর মাতার ইন্তিকাল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আবদুল্লাহ তামিম ♦

বাংলাদেশের প্রখ্যাত ইসলামি লেখক ও গবেষক ড. খোন্দকার আ. ন. ম. আব্দুল্লাহ জাহাঙ্গীর রহ. এর মাতা আজ রোববার বাদ ফজর নিজস্ব বাস ভবনে ইন্তিকাল করেছেন, ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

খোন্দকার আ. ন. ম. আব্দুল্লাহ জাহাঙ্গীর রহ. প্রতিষ্ঠিত আসসুন্নাহ ট্রাস্ট এর সেক্রেটারী মাওলানা আবদুর রহমান আওয়ার ইসলাম টোয়েন্টিফোরকে এ তথ্য নিশ্চিত করেন।

মৃত্যুর সময় মোসাম্মৎ লুুৎফুন্নাহারের বয়স ছিলো প্রায় ৭৪। অনেক দিন ধরে বিভিন্ন শারীরিক সমস্যায় ভুগছিলেন তিনি। গতকাল ফরীদপুর মেডিকেল থেকে ডা. দেখিয়ে বাড়ী নিয়ে আসলে আজ নিজস্ব বাসভবনে শেষ নি:শ্বাস ত্যাগ করেন। তার এক ছেলে খোন্দকার আ. ন. ম. আব্দুল্লাহ জাহাঙ্গীর রহ.। আরো তিন মেয়ে রেখে গেছেন তিনি।

মরহুমার জানাজার নামাজ আজ রোববার বাদ এশা খোন্দকার আ. ন. ম. আব্দুল্লাহ জাহাঙ্গীর রহ. এর গ্রামের বাড়ী ঝিনাইদহের ধোপাঘাট গোবিন্দপুর গ্রামের জামে মসজিদে অনুষ্ঠিত হবে। জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।

উল্লেখ্য, আব্দুল্লাহ জাহাঙ্গীর ২০১৬ সালের ১১ই মে মাগুরায় ঢাকা-খুলনা মহাসড়কে নিজ মাইক্রোবাস ও কাভার্ড‌ভ্যানের সংঘর্ষে গাড়িচাপার মাধ্যমে সড়ক দুর্ঘটনায় ঘটনাস্থলে নিহত হন।

কিছু স্থানীয় আলেম দাবি করেন যে, খ্রিষ্টান মিশনারিগুলোর প্রচারনার বিরুদ্ধে ধর্মীয় প্রচারণা কার্যক্রম পরিচালনা করার কারণে পরিকল্পিতভাবে তাকে হত্যা করা হয়েছে।

১৮ মে ২০১৬ তারিখে, তার নিজ কর্মস্থল ইসলামী বিশ্ববিদ্যালয়ে তার স্মরণে বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ৪ জুন ২০১৬ তারিখে আব্দুল্লাহ জাহাঙ্গীরের স্মরণে বাংলাদেশ জাতীয় মুফাসসির পরিষদ কর্তৃ‌ক আয়জিত আলোচনা সভায় বক্তারা তাকে নিরহংকারী আলেম অভিহিত করে বলেন, তিনি বড় মাপের একজন জ্ঞানী হওয়া সত্ত্বেও কখনই অহংকার আসতে পারে এমন কোন কথা বলতে ও কাজ করতে আমরা দেখিনি। কঠিন ও জটিল মাসয়ালাকে সহজভাবে উপস্থাপন করতে পারতেন। তিনি নির্মল হদয়ের একজন মানুষ ছিলেন।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ