আওয়ার ইসলাম: অপরাধমূলক কাজের শিকার সাধারণ মানুষ যেন কোন ধরণের হয়রানি ছাড়া থানায় অভিযোগ জানানোর সুযোগ পায় সেটি নিশ্চিত করার ঘোষণা দিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের নতুন পুলিশ কমিশনার মোহাম্মদ শফিকুল ইসলাম।
আজ রোববার সকালে ডিএমপির মিডিয়া সেন্টারে সাংবাদিকদের সাথে 'মিট দ্য প্রেস' অনুষ্ঠানে তিনি এ ঘোষণা দেন।
তিনি বলেন, পুলিশের কোন সদস্য যেন সাধারণ মানুষের উপর চাঁদাবাজি করতে না পারে অথবা তাদেরকে হয়রানি করা বা কোন ধরণের ক্ষমতার অপব্যবহার করতে না পারে সে বিষয়ে নজর রাখা হবে।
মাদকের সাথে জড়িত পুলিশের কোন সদস্যকে ছাড় দেয়া হবে না বলে হুঁশিয়ারি দেন নতুন ডিএমপি কমিশনার। জনগণকে কাঙ্খিত সেবা পৌছে দিতে প্রয়োজনে সিনিয়র অফিসারদের নিয়ে থানায় বসার ঘোষণাও দেন শফিকুল ইসলাম।
-এটি