শনিবার, ১৭ জানুয়ারি ২০২৬ ।। ৩ মাঘ ১৪৩২ ।। ২৮ রজব ১৪৪৭


জলবায়ু মোকাবেলায় সারাবিশ্বে শিক্ষার্থীদের বিক্ষোভ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: জলবায়ু পরিবর্তন মোকাবেলায় দ্রুত পদক্ষেপ নেওয়ার দাবিতে দেশে দেশে আজ বিক্ষোভ করছে স্কুল-কলেজের শিক্ষার্থীরা।

বিশ্বকে রক্ষার দাবির এই মিছিলে নিউইয়র্কে নেতৃত্বে থাকছেন ১৬ বছরের সুইডিশ পরিবেশবাদী কর্মী গ্রেটা থানবার্গ। জলবায়ু পরিবর্তন আন্দোলনে যোগ দিতে বিশ্বের প্রায় সব দেশের স্কুলশিক্ষার্থীদের একদিনের জন্য ধর্মঘট পালনের আহ্বান জানিয়েছিলেন তিনি। তার এই আহ্বানে সাড়া দিয়েই বিশ্বের ১৫০টি দেশের শিক্ষার্থী শুক্রবার স্কুলে না গিয়ে বিশ্ব রক্ষার আন্দোলনে যোগ দিচ্ছে। মিছিলে যোগ দেওয়ার জন্য প্রশান্ত মহাসাগরীয় দেশগুলো থেকে শুরু করে নিউইয়র্ক পর্যন্ত ১১ লাখ শিশুকে স্কুলে না যাওয়ার অনুমতি দেওয়া হয়েছে।

জলবায়ু পরিবর্তন মোকাবিলায় পদক্ষেপ নেওয়ার দাবিতে এটি হতে পারে ইতিহাসের সবচেয়ে বড় বৈশ্বিক আন্দোলন।

প্রসঙ্গত, আগামী সপ্তাহে নিউইয়র্কে জাতিসংঘের জলবায়ু সম্মেলনে অংশ নিতে যাচ্ছেন বিশ্ব নেতারা। সম্মেলনে জলবায়ু পরিবর্তন মোকাবেলায় কার্যকর পদক্ষেপ নিতে চাপ প্রয়োগের জন্যই এই উদ্যোগ।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ