রবিবার, ২১ সেপ্টেম্বর ২০২৫ ।। ৬ আশ্বিন ১৪৩২ ।। ২৯ রবিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
অর্থনীতির মূল লক্ষ্য হতে হবে উদ্বৃত্ত সৃষ্টি: বাণিজ্য উপদেষ্টা চবির আরবি বিভাগের নতুন সভাপতি অধ্যাপক ড. গিয়াস উদ্দিন তালুকদার ডেঙ্গুতে একদিনে ১২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৭৪০ সিরাতকে ধারণের মাধ্যমেই সত্যিকার পরিবর্তন সম্ভব: ধর্ম উপদেষ্টা সিরাতুন্নবী (সা.) সাধারণ জ্ঞান প্রতিযোগিতার লাইভ ড্র অনুষ্ঠান ২৩ সেপ্টেম্বর জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্রে যাচ্ছেন সিরিয়ার প্রেসিডেন্ট নির্বাচন পদ্ধতি নিয়ে সিদ্ধান্ত নেবে রাজনৈতিক দলগুলো: প্রেসসচিব আফগানিস্তানের এক ইঞ্চি মাটিও নিয়ে কোনো চুক্তি নয়: প্রতিরক্ষা কর্মকর্তা বক্তা আমির হামজার ক্ষমা প্রার্থনা, সতর্ক করল জামায়াত আফগানের পানি ও বিদ্যুৎমন্ত্রীর সঙ্গে বাংলাদেশের আলেম প্রতিনিধি দলের সাক্ষাৎ

সৌদি আরবের ট্যুরিস্ট ভিসা সম্পর্কে ১০টি গুরুত্বপূর্ণ তথ্য

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সৌদি আরবের ইতিহাসে প্রথমবারের মতো ট্যুরিস্ট ভিসা চালু করা হয়েছে।

আল-আরাবিয়া ডটনেটের বরাতে জানা যায়,  সৌদি আরব প্রায় ৪৯টি দেশের নাগরিকের জন্য গত শুক্রবার আনুষ্ঠানিকভাবে পর্যটন ভিসা সংক্রান্ত ঘোষণা করেন। এ উদ্যোগের মূল লক্ষ্য হিসেবে দেশের অর্থনীতির বৈচিত্র্যতা আনাই ধরা হচ্ছে।

এ সম্পর্কে ১০টি গুরুত্বপূর্ণ তথ্য

১। ভিসা ফি ৪৪০ রিয়াল। ২। এ ট্যুরিস্ট ভিসা ওয়েবসাইটের মাধ্যমে নেয়া যাবে।

৩।অনলাইনের মাধ্যমে এ ভিসা ৫ থেকে ৩০মিনিটের মধ্যে বের করা যাবে। ৪।ভিসার মেয়াদ এক বছর। ৫। এ ভিসা ১৮বছর বা তার বেশি বয়সের লোকদের দেওয়া হবে।

৬। এ ভিসার জন্য কোনও ধর্মের বাধ্যবাধকতা নেই। সব ধর্মের লোকরাই এ ভিসা পাবে। ৭। ট্যুরিস্ট ভিসার আবেদনের জন্য সৌদি আরবে প্রবেশের সময় পাসপোর্ট এর মেয়াদ কম্পক্ষে ছয় মাসের থাকতে হবে।

৮। এ ভিসাধারী  ব্যক্তি এক বছরের মধ্যে ৯০দিন সৌদি আরবে থাকতে পারবে। ৯। ট্যুরিস্ট ভিসাধারীরা সৌদি আরবের ৬টি প্রধান রুটের মাধ্যমে দেশে প্রবেশ করতে সক্ষম হবেন। ১০। ট্যুরিস্ট ভিসা ৩ উপায়ে পাওয়া যাবে।

১। ওয়েবসাইটের মাধ্যমে ‘অনলাইন’ নিবন্ধনের মাধ্যমে। ২। সীমান্ত ক্রসিং করার সময়ও ভিসা নিতে পারবেন। বিমানবন্দরগুলিতে ভিসা প্রাপ্তির সুযোগসুবিধা দেয়া হবে। (কিং খালিদ বিমানবন্দর, কিং আবদুল আজিজ বিমানবন্দর, কিং ফাহাদ বিমানবন্দর, যুবরাজ মোহাম্মদ বিন আবদুল আজিজ বিমানবন্দর এবং আল-বাহা গ্রাউন্ড ফ্রন্টিয়ার)।

৩। অনুমোদিত দেশগুলিতে সৌদি দূতাবাস ও কনস্যুলেটের প্রতিনিধিদের মাধ্যমেও ভিসা পেতে পারবেন।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ