শনিবার, ১৭ জানুয়ারি ২০২৬ ।। ৩ মাঘ ১৪৩২ ।। ২৮ রজব ১৪৪৭


টাঙ্গাইলে ঘরে ঢুকে অন্তঃসত্ত্বা মা-মেয়েকে কুপিয়ে হত্যা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: টাঙ্গাইল সদর উপজেলায় বাড়িতে ঢুকে সাত মাসের অন্তঃসত্ত্বা এক নারী ও তার চার বছরের মেয়েকে কুপিয়ে ও গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা।

গতকাল শনিবার গভীর রাতে টাঙ্গাইল পৌর শহরের ভাল্লুককান্দী এলাকায় এ ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে মর্গে পাঠায়।

নিহতরা হলেন– আল-আমিনের স্ত্রী লাকী বেগম (২২) ও চার বছরের মেয়ে আলিফা। আল-আমিন শহরে ফোন-ফ্যাক্সের ব্যবসা করেন।

টাঙ্গাইল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মোশাররফ হোসেন জানান, রাতে কে বা কারা বাড়িতে ঢুকে মা-মেয়েকে কুপিয়ে ও গলা কেটে হত্যা করে পালিয়ে যায়। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তবে এ ঘটনায় এখনও কাউকে গ্রেফতার করা যায়নি।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ