শনিবার, ১৭ জানুয়ারি ২০২৬ ।। ৩ মাঘ ১৪৩২ ।। ২৮ রজব ১৪৪৭


অ্যাম্বুলেন্সের সিলিন্ডার বিস্ফোরণে নিহত ২

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: চট্টগ্রামের আনোয়ারায় লাশবাহী একটি অ্যাম্বুলেন্সের গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে এক নারীসহ দুইজন নিহত হয়েছেন। একই ঘটনায় আরও চারজন দগ্ধ হয়েছেন।

বৃহস্পতিবার দুপুর আড়াইটার দিকে চৌমুহনীর শশী কমিউনিটি সেন্টারের সামনে এ দুর্ঘটনা ঘটে।

তবে তৎক্ষণাৎ নিহত নারী ও পুরুষের পরিচয় পাওয়া যায়নি। আহতদের মধ্যে সাহাব উদ্দিন, বুলবুল আক্তার ও তার স্বামী নিজাম উদ্দীনের পরিচয় পাওয়া গেছে। তাদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বাঁশখালী যাওয়ার সময় চৌমুহনী এলাকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হয়ে অ্যাম্বুলেন্সে আগুন ধরে যায়। এতে দু’জন নিহত এবং ৩ জন দগ্ধ হয়েছেন।

আনোয়ারা থানার ওসি দুলাল মাহমুদ বলেন, অ্যাম্বুলেন্সটি রোগী নিয়ে বাঁশখালী থেকে চট্টগ্রামের দিকে যাচ্ছিল। বিস্ফোরণে হতাহতদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

-ওএএফ/এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ