সোমবার, ২২ সেপ্টেম্বর ২০২৫ ।। ৭ আশ্বিন ১৪৩২ ।। ৩০ রবিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
গাজায় ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে মরক্কোতে হাজারো মানুষের বিক্ষোভ দাওয়াত ও তাবলিগের নীরব বিপ্লব ফিলিস্তিনকে স্বীকৃতি দিলো যুক্তরাজ্য-কানাডা ও অস্ট্রেলিয়া গ্রেপ্তার এড়াতে বাস পাল্টায়, গন্ধে ১৪ কেজি গাঁজাসহ ধরা খেল তরুণী দুপুরের মধ্যে সাত অঞ্চলে ঝড়ের আভাস সত্তর হাজার কালেমা পড়লে কি মাগফিরাত পাওয়া যায়? ঢাবির হল রিডিংরুমে বসছে এসি, সংস্কার হবে ক্যান্টিনও: ডাকসু জিএস ধর্ষণে অন্তঃসত্ত্বা মাদরাসা ছাত্রী, অভিযুক্ত জামায়াতকর্মী গ্রেপ্তার. ইসলামকে একটি বার সুযোগ দেওয়ার অনুরোধ শায়খে চরমোনাইয়ের বক্তা আমির হামজার বক্তব্য মনগড়া ও অসত্য: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়

‘মাদক ব্যবসা আর না’ মসজিদে গিয়ে ওয়াদা দুই কারবারির

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: চট্টগ্রামের বাকলিয়া থানাধীন মেহেদীবাগ জামে মসজিদে গিয়ে পুলিশের কাছে আত্মসমর্পন করেছে দুই মাদক কারবারি।

শুক্রবার (১৩ ডিসেম্বর) জুমার নামাজের আগে বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) কাছে আত্মসমর্পণ করে তারা। আত্মসমর্পণ করা ঐ দুই ব্যক্তির নাম মফিজুর রহমান মানিক (২৬) ও আব্দুল হালিম দুদু (৩২)।

বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নেজাম উদ্দিন বলেন, মানিক ও দুদু নামে দুই মাদক ব্যবসায়ী আজ মেহেদীবাগ জামে মসজিদে জুমার নামাজের পূর্বে আত্মসমর্পণ করেছে। মুসল্লিদের সামনে তারা ওয়াদা করেছে ভবিষ্যতে আর মাদক ব্যবসা করবে না।

তিনি আরও জানান, আত্মসর্মপণকৃত আসামিদ্বয়ের বিরুদ্ধে বাকলিয়া থানায় একাধিক মামলা চলমান আছে। তারা বাকলিয়া থানার বহু মামলার জামিন প্রাপ্ত আসামি।

উল্লেখ্য, এর আগে চলতি বছরের ১৭ মে বাকলিয়া থানার বজ্রঘোনা এলাকার মাদানী মসজিদে মুসল্লিদের সামনে পুলিশের কাছে সাত ইয়াবা ব্যবসায়ী আত্মসমর্পন করেছিল।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ