সোমবার, ২১ এপ্রিল ২০২৫ ।। ৮ বৈশাখ ১৪৩২ ।। ২৩ শাওয়াল ১৪৪৬


১৭ শতকের উসমানী ভূগোলবিদের রচিত বইয়ের পুনর্মুদ্রণ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ভূমধ্যসাগর ও এজিয়ান সাগরের ভৌগলিক বিবরণ নিয়ে সতেরো শতকে উসমানী ভূগোলবিদের লেখা একটি বই পুনরায় মুদ্রণ করা হচ্ছে।

উসমানী ঐতিহাসিক ও ভূগোলবিদ কাতিব চেলেবির লেখা ‘মুনতেহাব-ই-বাহরিয়ে’ নামের বইয়ে ভূমধ্যসাগর ও এজিয়ান অঞ্চলের ভূতত্ত্বের ঐতিহাসিক বিবরণ দেওয়া হয়েছে।

ইস্তানবুল বিশ্ববিদ্যালয়ের ইতিহাসের অধ্যাপক ফিকরাত সারিজাওলু-এর সম্পাদনায় বইটি তুরস্কের রেয়ার বুকস লাইব্রেরি প্রকাশ করছে।

ঐতিহাসিক ও নাবিকদের জন্য বইটি গুরুত্বপূর্ণ তথ্য বহন করছে বলে জানান সারিজাওলু।

তিনি বলেন, “এ বইয়ে এ অঞ্চলের প্রবালপ্রাচীর ও বন্দর, আঞ্চলিক জনগণ এবং দুর্গ-প্রাচীর সম্পর্কে আলোচনা করা হয়েছে।”

৯৩টি ম্যাপ সংযুক্ত এই বইটি উসমানী নৌ-সেনাপতি পিরি রইসের কিতাব-ই-বাহরিয়ে-কে ভিত্তি করে লেখা হয়েছে বলে মনে করছেন অধ্যাপক সারিজাওলু। কাতিব চেলেবি তার সময় পর্যন্ত হাল-নাগাদ করে নতুন করে এ বইটি লিখেছেন বলে জানান তিনি।

১৬০৯ সালে তৎকালীন উসমানী রাজধানী ইস্তানবুলে নেওয়া ঐতিহাসিক ও ভূগোলবিদ মুস্তফা বিন আবদুল্লাহ ইতিহাসে কাতিব চেলেবি নামে পরিচিত। ‘কাশফ আল-জুনুন’ নামে আরবিতে উসমানী সাম্রাজ্য ও কাছাকাছি অঞ্চলের বিভিন্ন বিষয় নিয়ে এক বিশ্বকোষ রচনার জন্য তিনি খ্যাতি অর্জন করেন।

১৬৫৭ সালে ইস্তানবুলেই তিনি ইন্তেকাল করেন।

আরএম/


সম্পর্কিত খবর



সর্বশেষ সংবাদ