শুক্রবার, ২৩ জানুয়ারি ২০২৬ ।। ৯ মাঘ ১৪৩২ ।। ৪ শাবান ১৪৪৭

শিরোনাম :
খেজুর গাছ প্রতীকে ভোট চাইলেন তারেক রহমান ‌‘প্রধানমন্ত্রীর ফ্যাসিস্ট হওয়া রুখে দিতে গণভোটের বিকল্প নেই’ মুরাদনগরে হাতপাখার পক্ষে উৎসবমুখর প্রচারণা হিফজ সম্পন্নকারী ছাত্রীদের সংবর্ধনা দেবে মাদরাসাতুল হিকমাহ আল-ইসলামিয়াহ ১২ তারিখে জনগণের রায় হবে জুলাই সনদ ও নতুন বাংলাদেশের পক্ষে: আরমান ভোটে লড়ছেন আমিরসহ খেলাফত আন্দোলনের ৮ প্রার্থী এবার সাংবাদিকদের নিয়ে বেফাঁস মন্তব্য জামায়াত প্রার্থী আমির হামজার সিলেট-৫: দেওয়াল ঘড়ির সমর্থনে জকিগঞ্জে গণসংযোগ একজন তো দিল্লি গেছে, আরেকজন তো কিছু হলেই পিণ্ডি চলে যায় : তারেক রহমান ভবিষ্যৎ নির্বাচনের মানদণ্ড স্থাপন করবে ১২ ফেব্রুয়ারির ভোট : প্রধান উপদেষ্টা

ঢাকা মহানগর যুব জমিয়তের কাউন্সিল সম্পন্ন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের যুগ্ম মহাসচিব মাওলানা বাহাউদ্দিন জাকারিয়া বলেছেন আগামী ১৪ ফেব্রুয়ারি সোহরাওয়ার্দী উদ্যানে জমিয়তের কর্মী সম্মেলন সফল করার জন্য জমিয়তের সর্বস্তরের নেতাকর্মীদের ঝাঁপিয়ে পড়তে হবে। এখন আর আমাদের কারো বসে থাকার সময় নেই। প্রত্যেককেই নিজ নিজ অবস্থান থেকে সাধ্যমত কাজ করতে হবে।

আজ শনিবার দুপুরে রাজধানীর পুরানা পল্টনস্থ জমিয়ত কার্যালয়ে ঢাকা মহানগরী যুব জমিয়তের কাউন্সিল প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।

বিগত টার্মের সভাপতি মুফতি জাবের কাসেমীর সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত কাউন্সিলে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঢাকা মহানগর জমিয়তের সভাপতি মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী, কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক মুফতি নাসির উদ্দিন খান, অফিস সম্পাদক মাওলানা আব্দুল গাফফার ছয়গরী, ঢাকা মহানগর জমিয়তের যুগ্ম সাধারণ সম্পাদক মুফতি বশির হাসান খাদিমানী, সাংগঠনিক সম্পাদক মাওলানা নূর মোহাম্মদ, অর্থ সম্পাদক মাওলানা আবুল বাশার, যুব জমিয়তের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মাওলানা ইসহাক কামাল সহ-সাংগঠনিক সম্পাদক মাওলানা রুহুল আমিন ছাত্র জমিয়তের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক হুজাইফা প্রমুখ।

মাওলানা সাইফুদ্দীন ইউসুফ ফাহিমকে সভাপতি, মাওলানা সুলাইমানকে সাধারণ সম্পাদক ও মুফতি সিরাজুল ইসলামকে সাংগঠনিক সম্পাদক করে ৩৮ সদস্য বিশিষ্ট ঢাকা মহানগরী যুব জমিয়তের কমিটি ঘোষণা করেন সংগঠনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ইসহাক কামাল।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ