সিলেট থেকে নির্বাচনী প্রচার শুরু করেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। প্রচারের প্রথম দিন বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সাতটি জেলা সফর করেছেন তিনি। প্রতিটি জেলায় নিজ দলীয় প্রার্থীদের পাশাপাশি শরিক দলের প্রার্থীদের জন্যও জনগণের কাছে ভোট প্রার্থনা করেন বিএনপি প্রধান।
রোববার রাতে ব্রাহ্মণবাড়িয়া ও নারায়ণগঞ্জে নির্বাচনী জনসভায় বক্তব্য দেওয়ার সময় তিনি জমিয়তে উলামায়ে ইসলাামের দুই প্রার্থীকেও জনতার সামনে পরিচিত করান এবং তাদের পক্ষে ভোট প্রার্থনা করেন। দলের নেতাকর্মীদের শরিক দলের পাশে দাঁড়ানোর নির্দেশও দেন তিনি।
সিলেট, মৌলভীবাজার ও হবিগঞ্জ পেরিয়ে ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে জনসভা করেন তারেক রহমান। সেখানে ব্রাহ্মণবাড়িয়া জেলার ধানের শীষের পাশাপাশি শরিক দলের দুজন প্রার্থীকেও পরিচিত করান এবং তাদের পক্ষে ভোট চান। এর মধ্যে ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে জমিয়তে উলামায়ে ইসলামের খেজুর গাছ প্রতীকের প্রার্থী মাওলানা জুনায়েদ আল হাবীব এবং ব্রাহ্মণবাড়িয়া-৬ আসনে গণসংহতি আন্দোলনের প্রার্থী জুনায়েদ সাকীর মাথাল প্রতীকে ভোট প্রার্থনা করেন।
ছয়টি জেলা পেরিয়ে তারেক রহমান যখন নারায়ণগঞ্জের জনসভায় পৌঁছেন তখন ভোররাত। এই জনসভায়ও দলীয় প্রার্থীদের পরিচিত করানোর পাশাপাশি নারায়ণগঞ্জ-৪ আসনে জমিয়তের প্রার্থী মুফতি মনির হোসাইন কাসেমীর পক্ষে খেজুর গাছ প্রতীকে ভোট প্রার্থনা করেন।
তারেক রহমান দলীয় নেতাকর্মীদের উদ্দেশে বলেন, উনারা আন্দোলন-সংগ্রামে আমাদের পাশে ছিলেন। এবার আমাদের উচিত উনাদের পাশে দাঁড়ানো। এজন্য দলীয় নেতাকর্মীদের খেজুর গাছ প্রতীকে ভোট দেওয়ার এবং প্রার্থীদের পক্ষে কাজ করার আহ্বান জানান।
আরএইচ/