আওয়ার ইসলাম: ভারতের উত্তর প্রদেশ জেলে ( ইউ পি জেল ) কাশ্মীরী কয়েদিদের মধ্যে প্রায় দুই ডজন মানুষ মারাত্মক অসুস্থতায় ভোগছেন।
আর্টিকেল ৩৭০ ইস্যুতে ভারত যাদের গ্রেফতার করে, তাদের মধ্য থেকে ২৩ জন কয়েদি মারাত্মক শারিরিক ও মানসিক অসুস্থতায় ভোগছেন। এ তথ্য জেলের রেকর্ড অনুযায়ী।
কাশ্মীরের দুই শতাধিক বন্দীর মধ্যে আগরা জেলে আছেন ৮৩ জন। তাদের মধ্যে ৭০ বছর বয়স্ক জম্মু-কাশ্মীর বার এসোসিয়েশনের প্রেসিডেন্ট মিয়া কাইয়ুুম খুব বেশি অসুস্থ। তার হার্ট ও ডাইবেটিসের অবস্থা দ্রুুত অবনতি হচ্ছে।
মুহাম্মদ ইয়াছিন খানও আগরা জলে কয়েদি হিশাবে আছেন। উচ্চরক্তচাপ, শ্বাসকষ্ট, ডাইবেটিস এবং পেটের পীড়ায় ভোগছেন। আগরা জেলের আরও তিনজন রোগী উচ্চরক্তচাপে আক্রান্ত।
এলাহাবাদের নিকটে নাইনি কেন্দ্রীয় জেলে ১৯ কাশ্মীরি বন্দীর মধ্যে পাঁচজন ঘোরতর অসুস্থ। ৭২ বছর বয়স্ক গোলাম কাদির হৃদরোগসহ বিভিন্ন প্রাণঘাতী রোগে আক্রান্ত। ২০ বছর বয়সী জুবাইর আহমদ নামের এক কাশ্মীরী তরুণ তীব্র কাশি ও শ্বাসকষ্ট এবং ২৯ বছর বয়সী মুদ্দাচ্ছির আহমদ ভোগছেন যকৃতের পীড়ায়।
আমবাদকার নগর জেলের রিপোর্ট অনুযায়ী শারীরিক সমস্যার পাশাপাশি মানসিক সমস্যায়ও আক্রান্ত সেখানকার দুই রোগী।
গত ডিসেম্বরে গোলাম মুহাম্মদ ভাট নামের ৬৫ বছর বয়স্ক এক বন্দী এলাহাবাদ জেলে ইন্তেকাল করেন। মৃত্যুর দুইদিন পর দক্ষিণ কাশ্মীরের কুনালগামে পরিবারের কাছে তার লাশ হস্তান্তর করা হয়।
-নিউজক্লিক ডট ইন থেকে ওমর আলফারুকের অনুবাদ...