আওয়ার ইসলাম: ভারতের রাজধানী দিল্লিতে চলমান সংঘর্ষে ইতোমধ্যে ২৪ জন নিহত হয়েছেন। এছাড়াও ৭০ জন গুলিবিদ্ধসহ আহত হয়েছেন প্রায় দেড়শতাধিক মানুষ। দাঙ্গার নামে মানে বেছে বেছে মুসলিম সম্প্রদায়ের ওপর আক্রমণ করা হচ্ছে বলে খবর দিয়েছে বিবিসি।
দিল্লি বর্তমান এ অবস্থার করণে দ্রুত বাংলাদেশ সফর বাতিল করে আজ বুধবার দিল্লী পৌঁছেছেন জমিয়তে উলামা হিন্দের জেনারেল সেক্রেটারি মাওলানা সাইয়েদ মাহমুদ আসআদ মাদানী।
দিল্লি পৌঁছেই সংঘর্ষে আহতদের খোঁজ খবর নিতে হাসপাতালে দৌড়ঝাঁপ শুরু করেছেন। ইতোমধ্যেই তিনি জিটিবি হাসপাতালে রোগীদের পাশে দাঁড়িয়েছেন।
নিহতদের প্রতি শোক জানিয়ে পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন। সবাইকে আক্রান্তদের পাশে দাঁড়ানোর আহ্বানও জানিয়েছেন তিনি।
আজ সন্ধ্যায় জমিয়তে উলামা হিন্দের প্রেস উইন মুব্বাশ্বির হাসান এ তথ্য নিশ্চিত করেছেন।
মাওলানা সাইয়েদ মাহমুদ আসআদ মাদানী দিল্লির এই ভয়াবহ পরিস্থিতি থেকে মুসলমানদের উত্তরণের উপায় নিয়েও শীর্ষ ও মুসলিম পণ্ডিতদের সঙ্গে পরামর্শ করছেন বলে জানা যায়।
-এটি