আওয়ার ইসলাম: ভারতের রাজধানী দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল বলেছেন, পুলিশ কোনোভাবেই এ সহিংসতা নিয়ন্ত্রণ করতে পারছে না। তাই সেনাবাহিনী ডাকা উচিত।
সিএএ বিরোধী বিক্ষোভে উত্তর-পূর্ব দিল্লিতে ব্যাপক সহিংসতার ঘটনার পরিপ্রেক্ষিতে আজ বুধবার এ কথা বলেন কেজরিওয়াল। আন্তর্জাতিক সংবাদমাধ্যম এ তথ্য জানায়।
এক টুইটে কেজরিওয়াল বলেন, অনেকের সঙ্গে আমার কথা হয়েছে। পরিস্থিতি ভীতিকর। সর্বোচ্চ চেষ্টা করেও পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে বা আস্থা ফিরিয়ে আনতে পারছে না। শিগগিরই ক্ষতিগ্রস্ত অঞ্চলগুলোতে কারফিউ জারি করা এবং সেনাবাহিনীকে ডাকা উচিত। স্বরাষ্ট্রমন্ত্রীকে এ আহ্বান জানিয়ে লিখবো আমি।
ভারতের সংশোধিত নাগরিকত্ব আইনের বিরোধিতা করে দিল্লির শাহিনবাগে বেশ কিছুদিন ধরে অবস্থান ধর্মঘট চলছে। কিন্তু মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গতকাল মঙ্গলবার ভারত সফরে আসার কয়েক দিন আগে থেকে শুরু হয়েছে সহিংসতা। আইনটির বিরোধী ও পক্ষের মধ্যে সংঘর্ষে এ পর্যন্ত ২০ জন প্রাণ হারিয়েছেন। আড়াই শতাধিক মানুষ আহত হয়েছেন।
সংঘর্ষ সামলাতে দিল্লি পুলিশ ও আইনশৃঙ্খলা বাহিনীর অবস্থান নিয়েও প্রশ্ন উঠেছে। যেখানে পুলিশ প্রশাসন কেন্দ্রীয় সরকারের নিয়ন্ত্রণে।
কোনো রাজ্যের বেসামরিক প্রশাসন উদ্বেগ ও অনুরোধ জানালেই কেবল সেই এলাকায় সেনাবাহিনী মোতায়েন করা যায়। কিন্তু এক্ষেত্রে মুখ্যমন্ত্রী কেজিরওয়ালের কিছু করার নেই কারণ ভারতের রাজধানী হিসেবে দিল্লি একটি ইউনিয়ন টেরিটোরি। ফলে এটির প্রশাসনের নিয়ন্ত্রণ কেন্দ্রীয় সরকারের হাতে।
-এএ