বৃহস্পতিবার, ২২ জানুয়ারি ২০২৬ ।। ৮ মাঘ ১৪৩২ ।। ৩ শাবান ১৪৪৭

শিরোনাম :
নির্বাচন ও গণভোট: সেনাসদস্যদের কার্যক্রম পর্যবেক্ষণে সেনাপ্রধান নির্বাচন ঘিরে টানা চারদিনের ছুটি হাদি হত্যা: ফয়সালের ‘ঘনিষ্ঠ সহযোগী’ রুবেল ৬ দিনের রিমান্ডে ভারতে বসে শেখ হাসিনার বিবৃতি, দিল্লিকে যে বার্তা দিলো বাংলাদেশ আগামী ১১ ফেব্রুয়ারি সাধারণ ছুটি থাকবে: প্রেস সচিব ফের চালু হচ্ছে এনআইডি সংশোধন কার্যক্রম, জানা গেল তারিখ ১০ দলীয় নির্বাচনি ঐক্য বিপুল ভোটে জয়ী হয়ে সরকার গঠন করবে ক্ষমতায় গেলে ৪ কোটি পরিবারকে ফ্যামিলি কার্ড দেবে বিএনপি: তারেক রহমান নিউমার্কেট এলাকার পরিস্থিতি নিয়ন্ত্রণে, যান চলাচল শুরু ট্রাম্পের প্রস্তাবিত শান্তি পরিষদে যোগ দিচ্ছে যেসব মুসলিম দেশ

ভাইরাস আতঙ্কে সিঙ্গাপুর ছাড়ছেন বাংলাদেশিরা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: করোনাভাইরাসে এখন পর্যন্ত ছয়জন বাংলাদেশি প্রবাসীর আক্রান্ত হওয়ার খবর পাওয়া গেছে। এর মধ্যে সিঙ্গাপুরে পাঁচজন ও সংযুক্ত আরব আমিরাতে একজন।

সিঙ্গাপুরে পাঁচজনের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। এদিকে, করোনা আতঙ্কে সিঙ্গাপুর ছাড়তে চাইছেন সেখানে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা।

তবে দেশটিতে থাকা বাংলাদেশ দূতাবাস সূত্রে জানা যায়, তারা শ্রমিকদের দেশে ফিরে আসতে বারণ করেছেন। পাশাপাশি প্রবাসীদের বাসস্থানে গিয়ে মাস্ক, হ্যান্ডওয়াশ ও বাংলায় লেখা সতর্কতামূলক প্রচারপত্র বিলি করে এসেছেন দূতাবাস কর্মকর্তারা।

হাইকমিশনার মোস্তাফিজুর রহমান বলেন, প্রবাসীদের দেশে ফেরা ঠেকাতে দূতাবাসের পক্ষ থেকে বিভিন্ন পদক্ষেপ নেয়া হয়েছে। তারা যেন আতঙ্কিত না হয়ে পড়েন সে বিষয়েও আশ্বস্ত করা হচ্ছে। তবে দেশে ফেরার ব্যাপারে সরকারের পক্ষ থেকে কোনো নিষেধাজ্ঞা নেই।

সিঙ্গাপুরে একটি ট্রাভেল এজেন্সি চালান বাংলাদেশি রউফ নওশাদ। তিনি জানান, দেশটিতে করোনা ছড়িয়ে পড়ার পর থেকে গত ১৪ দিনে ৫০ শতাংশ বুকিং বেড়ে গেছে। এরমধ্যে বেশিরভাগই ঢাকায় ফিরতে চাচ্ছেন। তবে ঢাকার সঙ্গে সরাসরি ফ্লাইটে জায়গা না থাকায় অনেককে ব্যাংকক বা কুয়ালালামপুর হয়ে যাওয়ার ব্যবস্থা করে দিতে হচ্ছে।

উল্লেখ্য, বাংলাদেশ দূতাবাসের ওয়েবসাইটে দেয়া তথ্যমতে সিঙ্গাপুরে প্রায় দেড় লাখ বাংলাদেশি প্রবাসী আছেন।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ