আওয়ার ইসলাম: চীনের বাইরে বিশ্বের ৫০টি দেশে ছড়িয়ে পড়া করোনা ভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে এখন পর্যন্ত ২ হাজার ৮৫০ জনের মৃত্যু হয়েছে। সংক্রমিত হয়েছে ৮৩ হাজারের বেশি। শুধু চীনেই এ ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছে ২ হাজার ৭৮৮ জন। সংক্রমিত হয়েছে ৭৮ হাজার ৮২৪ জন।
এদিকে ভাইরাসটি বিশ্বের বিভিন্ন দেশে কী পরিমাণে ছড়াচ্ছে এবং কেমন প্রভাব বিস্তার করছে, সেদিকে নজর রাখছে মার্কিন গোয়েন্দা সংস্থার সদস্যরা। পাশাপাশি ভাইরাসটি প্রতিরোধে সেসব দেশের সরকার কতটা প্রস্তুত সেটিও দেখছেন তারা। শুক্রবার এক প্রতিবেদনে এসব কথা জানায় ভারতীয় সংবাদমাধ্যম ‘এই সময়’।
সেখানে বলা হয়, চীনের বাইরে বিশ্বের বিভিন্ন দেশে ব্যাপক হারে ছড়িয়ে পড়লেও প্রতিবেশী দেশ ভারতে এখন পর্যন্ত হাতে গোনা কয়েকজন করোনায় সংক্রমিত হয়েছেন। তবে মার্কিন গোয়েন্দা সংস্থার সদস্যরা আশঙ্কা করছেন, একবার ছড়িয়ে পড়লে দেশটিতে ভায়াবহ আকার ধারণ করবে এ ভাইরাস।
তাতে আরও বলা হয়, ভারত ঘনবসতিপূর্ণ এবং করোনাভাইরাস প্রতিরোধ করার সক্ষমতা খুবই কম। তাই চীনের পরে ভারতকে নিয়েই বেশি চিন্তিত তারা। শুধু ভারত নয়, ইরানের বর্তমান পরিস্থিতি নিয়েও উদ্বেগ প্রকাশ করা হয়েছে বলে জানিয়েছে এই সময়।
-এএ