বৃহস্পতিবার, ২২ জানুয়ারি ২০২৬ ।। ৮ মাঘ ১৪৩২ ।। ৩ শাবান ১৪৪৭

শিরোনাম :
নির্বাচন ও গণভোট: সেনাসদস্যদের কার্যক্রম পর্যবেক্ষণে সেনাপ্রধান নির্বাচন ঘিরে টানা চারদিনের ছুটি হাদি হত্যা: ফয়সালের ‘ঘনিষ্ঠ সহযোগী’ রুবেল ৬ দিনের রিমান্ডে ভারতে বসে শেখ হাসিনার বিবৃতি, দিল্লিকে যে বার্তা দিলো বাংলাদেশ আগামী ১১ ফেব্রুয়ারি সাধারণ ছুটি থাকবে: প্রেস সচিব ফের চালু হচ্ছে এনআইডি সংশোধন কার্যক্রম, জানা গেল তারিখ ১০ দলীয় নির্বাচনি ঐক্য বিপুল ভোটে জয়ী হয়ে সরকার গঠন করবে ক্ষমতায় গেলে ৪ কোটি পরিবারকে ফ্যামিলি কার্ড দেবে বিএনপি: তারেক রহমান নিউমার্কেট এলাকার পরিস্থিতি নিয়ন্ত্রণে, যান চলাচল শুরু ট্রাম্পের প্রস্তাবিত শান্তি পরিষদে যোগ দিচ্ছে যেসব মুসলিম দেশ

ভারতে ভয়াবহ আকার ধারণ করতে পারে করোনা ভাইরাস!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: চীনের বাইরে বিশ্বের ৫০টি দেশে ছড়িয়ে পড়া করোনা ভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে এখন পর্যন্ত ২ হাজার ৮৫০ জনের মৃত্যু হয়েছে। সংক্রমিত হয়েছে ৮৩ হাজারের বেশি। শুধু চীনেই এ ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছে ২ হাজার ৭৮৮ জন। সংক্রমিত হয়েছে ৭৮ হাজার ৮২৪ জন।

এদিকে ভাইরাসটি বিশ্বের বিভিন্ন দেশে কী পরিমাণে ছড়াচ্ছে এবং কেমন প্রভাব বিস্তার করছে, সেদিকে নজর রাখছে মার্কিন গোয়েন্দা সংস্থার সদস্যরা। পাশাপাশি ভাইরাসটি প্রতিরোধে সেসব দেশের সরকার কতটা প্রস্তুত সেটিও দেখছেন তারা। শুক্রবার এক প্রতিবেদনে এসব কথা জানায় ভারতীয় সংবাদমাধ্যম ‘এই সময়’।

সেখানে বলা হয়, চীনের বাইরে বিশ্বের বিভিন্ন দেশে ব্যাপক হারে ছড়িয়ে পড়লেও প্রতিবেশী দেশ ভারতে এখন পর্যন্ত হাতে গোনা কয়েকজন করোনায় সংক্রমিত হয়েছেন। তবে মার্কিন গোয়েন্দা সংস্থার সদস্যরা আশঙ্কা করছেন, একবার ছড়িয়ে পড়লে দেশটিতে ভায়াবহ আকার ধারণ করবে এ ভাইরাস।

তাতে আরও বলা হয়, ভারত ঘনবসতিপূর্ণ এবং করোনাভাইরাস প্রতিরোধ করার সক্ষমতা খুবই কম। তাই চীনের পরে ভারতকে নিয়েই বেশি চিন্তিত তারা। শুধু ভারত নয়, ইরানের বর্তমান পরিস্থিতি নিয়েও উদ্বেগ প্রকাশ করা হয়েছে বলে জানিয়েছে এই সময়।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ