বৃহস্পতিবার, ২২ জানুয়ারি ২০২৬ ।। ৮ মাঘ ১৪৩২ ।। ৩ শাবান ১৪৪৭

শিরোনাম :
নির্বাচন ও গণভোট: সেনাসদস্যদের কার্যক্রম পর্যবেক্ষণে সেনাপ্রধান নির্বাচন ঘিরে টানা চারদিনের ছুটি হাদি হত্যা: ফয়সালের ‘ঘনিষ্ঠ সহযোগী’ রুবেল ৬ দিনের রিমান্ডে ভারতে বসে শেখ হাসিনার বিবৃতি, দিল্লিকে যে বার্তা দিলো বাংলাদেশ আগামী ১১ ফেব্রুয়ারি সাধারণ ছুটি থাকবে: প্রেস সচিব ফের চালু হচ্ছে এনআইডি সংশোধন কার্যক্রম, জানা গেল তারিখ ১০ দলীয় নির্বাচনি ঐক্য বিপুল ভোটে জয়ী হয়ে সরকার গঠন করবে ক্ষমতায় গেলে ৪ কোটি পরিবারকে ফ্যামিলি কার্ড দেবে বিএনপি: তারেক রহমান নিউমার্কেট এলাকার পরিস্থিতি নিয়ন্ত্রণে, যান চলাচল শুরু ট্রাম্পের প্রস্তাবিত শান্তি পরিষদে যোগ দিচ্ছে যেসব মুসলিম দেশ

সিরিয়ায় বিমান হামলায় ৩৪ তুর্কি সেনা নিহত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সিরিয়ার উত্তরাঞ্চলীয় ইদলিব প্রদেশে দেশটির সেনাবাহিনীর সাঁড়াশি অভিযানে তুরস্কের অন্তত ৩৪ সেনা নিহত হয়েছে। কথিত সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানিয়েছে, বৃহস্পতিবার ইদলিব প্রদেশে সিরিয়ার সেনাবাহিনীর বিমান হামলায় ৩৪ তুর্কি সেনা নিহত হয়েছে।

ব্রিটেন-ভিত্তিক এই পর্যবেক্ষক সংস্থা আরো জানিয়েছে, প্রদেশের জাওয়িয়া পাহাড়ের আল-বারা ও বিলিয়োন শহরের মধ্যবর্তী একটি এলাকায় এসব তুর্কি সেনা নিহত হয়।

সিরিয়ার ইদলিব প্রদেশে তিনজন তুর্কি সেনা নিহত হয়েছে বলে তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগান ঘোষণা করার মাত্র কয়েক ঘণ্টা পর এক খবর দিল সিরিয়ান অবজারভেটরি।

এরদোগান ক্ষমতাসীন জাস্টিস এন্ড ডেভেলপমেন্ট পার্টির এক সম্মেলনে ভাষণ দিতে গিয়ে আরো বলেন, “ইদলিব পরিস্থিতি এখন আমাদের অনুকূলে রয়েছে।” তিনি আরো বলেন, ইদলিবে এখনো সংঘর্ষ চলছে এবং বিষয়টি নিয়ে মস্কোর সঙ্গে আঙ্কারা যোগাযোগ অব্যাহত রেখেছে।

তুরস্কের একজন কর্মকর্তার বরাত দিয়ে বিবিসি জানিয়েছে, সিরিয়ার বিমান হামলায় ৩৩ তুর্কি সেনা নিহত ও আরো বহু সেনা আহত হয়েছে। তবে বিবিসি নিজস্ব সূত্র উদ্ধৃত করে বলেছে, নিহত তুর্কি সেনার সংখ্যা আরো অনেক বেশি হতে পারে।

সিরিয়ার সেনাবাহিনী বর্তমানে দেশটির উত্তরাঞ্চলে সন্ত্রাসীদের দখলে থাকা সর্বশেষ প্রদেশ ইদলিবে অভিযান চালাচ্ছে। কিন্তু তুরস্ক এ অভিযানের বিরুদ্ধে অবস্থান নিয়েছে এবং আগে থেকে ওই প্রদেশে মোতায়েন নিজের সেনাদের মাধ্যমে গত কয়েক সপ্তাহে সিরিয়ার সেনা অবস্থানে হামলা চালিয়েছে।

২০১১ সাল থেকে সিরিয়ায় সন্ত্রাসবাদী তৎপরতার প্রতি সমর্থন প্রদানকারী অন্যতম দেশ ছিল তুরস্ক।বর্তমানে সিরিয়ার উত্তরাঞ্চলের বেশ কিছু এলাকা দখল করে রেখেছে তুরস্ক। গত তিন বছরে আঙ্কারা বেশ কয়েকবার সিরিয়ার ভূমিতে আগ্রাসন চালিয়েছে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ