বৃহস্পতিবার, ২২ জানুয়ারি ২০২৬ ।। ৮ মাঘ ১৪৩২ ।। ৩ শাবান ১৪৪৭

শিরোনাম :
নির্বাচন ও গণভোট: সেনাসদস্যদের কার্যক্রম পর্যবেক্ষণে সেনাপ্রধান নির্বাচন ঘিরে টানা চারদিনের ছুটি হাদি হত্যা: ফয়সালের ‘ঘনিষ্ঠ সহযোগী’ রুবেল ৬ দিনের রিমান্ডে ভারতে বসে শেখ হাসিনার বিবৃতি, দিল্লিকে যে বার্তা দিলো বাংলাদেশ আগামী ১১ ফেব্রুয়ারি সাধারণ ছুটি থাকবে: প্রেস সচিব ফের চালু হচ্ছে এনআইডি সংশোধন কার্যক্রম, জানা গেল তারিখ ১০ দলীয় নির্বাচনি ঐক্য বিপুল ভোটে জয়ী হয়ে সরকার গঠন করবে ক্ষমতায় গেলে ৪ কোটি পরিবারকে ফ্যামিলি কার্ড দেবে বিএনপি: তারেক রহমান নিউমার্কেট এলাকার পরিস্থিতি নিয়ন্ত্রণে, যান চলাচল শুরু ট্রাম্পের প্রস্তাবিত শান্তি পরিষদে যোগ দিচ্ছে যেসব মুসলিম দেশ

বিকাশ প্রতারক চক্রের মূল হোতা কামাল গ্রেফতার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সংঘবদ্ধ বিকাশ প্রতারক চক্রের মূল হোতা কামাল আহম্মেদ (৪৪) কে গ্রেফতার করেছে র‌্যাব-১১। শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) রাতে কুমিল্লার চাঁনপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত কামাল আহম্মেদ চাঁনপুর এলাকার মৃত আব্দুর রহিমের ছেলে।

আজ শনিবার (২৯ ফেব্রুয়ারি) দুপুরে এক সংবাদ সম্মেলনে র‌্যাব ১১, সিপিসি-২ এর উপ-পরিচালক মেজর তালুকদার নাজমুছ সাকিব জানান, বিভিন্ন সরকারি দপ্তরে উর্ধ্বতন কর্মকর্তার পরিচয় দিয়ে প্রতারণা করে বিকাশের মাধ্যমে টাকা আত্মসাৎ করার অভিযোগ পাওয়া যায় কামালের বিরুদ্ধে।

এ প্রেক্ষাপটে একজন ভুক্তভোগীর অভিযোগে র‌্যাব-১১, সিপিসি-২ এর একটি দল অভিযান চালিয়ে শুক্রবার রাতে বিকাশ চক্রের মূল হোতা প্রতারক কামালকে গ্রেফতার করে। তার নিকট হইতে যে নম্বার দিয়ে ফোন করে উর্ধ্বতন কর্তপক্ষের পরিচয় দিয়ে প্রতারনা করা হতো সেই মোবাইলটি উদ্ধার করা হয়।

তিনি আরও জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামী স্বীকার করে যে নিজে এবং তার আরো কয়েকজন সহযোগী দীর্ঘদিন যাবৎ দেশের বিভিন্ন ব্যক্তির এজেন্ট ও ব্যক্তিগত বিকাশ একাউন্ট ব্যবহার করে সরকারি সংস্থার বিভিন্ন পর্যায়ের সদস্যদের নিকট উর্ধ্বতন কর্তৃপক্ষের পরিচয় দিয়ে ও বিভিন্ন প্রভোলন দেখিয়ে প্রতারণার মাধ্যমে টাকা আত্মসাৎ করে আসছিল।

উল্লেখ্য, গ্রেফতারকৃত আসামী এর আগেও একইভাবে প্রতারণার মাধ্যমে টাকা আত্মসাৎ করার অপরাধে ২০১৮ সালে ২৪ শে জুলাই র‌্যাব-১১,সিপিসি-২ গ্রেফতার করে।

পরবর্তীতে সে জামিনে এসে পুনরায় আরো চতুরতার সাথে প্রতারণার মাধ্যমে অর্থ আত্মসাৎ করে আসছিলো। এ চক্রের সাথে জারা জড়িত আছে তাদের গ্রেফতার করে আইনের আওতায় আনার অভিযান অব্যাহিত থাকবে বলে জানা র‌্যাব-১১, সিপিসি-২ এর উপপরিচালক মেজর তালুকদার নাজমুছ সাকিব।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ