বৃহস্পতিবার, ২২ জানুয়ারি ২০২৬ ।। ৮ মাঘ ১৪৩২ ।। ৩ শাবান ১৪৪৭

শিরোনাম :
নির্বাচন ও গণভোট: সেনাসদস্যদের কার্যক্রম পর্যবেক্ষণে সেনাপ্রধান নির্বাচন ঘিরে টানা চারদিনের ছুটি হাদি হত্যা: ফয়সালের ‘ঘনিষ্ঠ সহযোগী’ রুবেল ৬ দিনের রিমান্ডে ভারতে বসে শেখ হাসিনার বিবৃতি, দিল্লিকে যে বার্তা দিলো বাংলাদেশ আগামী ১১ ফেব্রুয়ারি সাধারণ ছুটি থাকবে: প্রেস সচিব ফের চালু হচ্ছে এনআইডি সংশোধন কার্যক্রম, জানা গেল তারিখ ১০ দলীয় নির্বাচনি ঐক্য বিপুল ভোটে জয়ী হয়ে সরকার গঠন করবে ক্ষমতায় গেলে ৪ কোটি পরিবারকে ফ্যামিলি কার্ড দেবে বিএনপি: তারেক রহমান নিউমার্কেট এলাকার পরিস্থিতি নিয়ন্ত্রণে, যান চলাচল শুরু ট্রাম্পের প্রস্তাবিত শান্তি পরিষদে যোগ দিচ্ছে যেসব মুসলিম দেশ

আতঙ্কে ৩ দেশের ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা দিলো যুক্তরাষ্ট্র

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: মরণঘাতী করোনাভাইরাসে যুক্তরাষ্ট্রে একজনের মৃত্যুর ঘটনায় তিন দেশের ওপর অতিরিক্ত ভ্রমণ নিষেধাজ্ঞা আরোপ করেছে মার্কিন প্রশাসন। এই তিন দেশ হচ্ছে ইরান, ইতালি ও দক্ষিণ কোরিয়া।

শনিবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দেওয়া এক বিবৃতির বরাত দিয়ে সংবাদ প্রকাশ করেছে কাতারের সংবাদমাধ্যম ‘আল জাজিরা’।

মার্কিন ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স বলেন, ইরানের ওপর আরোপিত ভ্রমণ নিষেধাজ্ঞা আরও বাড়ানো হয়েছে। বিগত ১৪ দিনে যেসব বিদেশি নাগরিক ইরানে প্রবেশ করেছিল তাদেরকে যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে দেওয়া হবে না। এছাড়াও ইতালি এবং উত্তর কোরিয়ার যেসব অঞ্চলে করোনাভাইরাসের প্রাদুর্ভাব রয়েছে সেসব অঞ্চলে মার্কিন নাগরিকদের ভ্রমণে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে যৌথ বিবৃতিতে দেশটির স্বাস্থ্য সেক্রেটারি অ্যালেক্স আজার বলেন, ‘করোনাভাইরাস আক্রান্ত অঞ্চলে মার্কিন নাগরিকদের ভ্রমণ এবং ওই সকল অঞ্চল থেকে যুক্তরাষ্ট্রে ভ্রমণ ঠেকাতে এই নিয়ন্ত্রণ কৌশল অবলম্বন করা হয়েছে।’

প্রসঙ্গত, গত ৩১ ডিসেম্বর চীনের মধ্যাঞ্চলীয় হুবেই প্রদেশে প্রথমবারের মতো করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়ে। মহামারীর আশঙ্কায় বিশ্বের বেশ কয়েকটি দেশ ইতিমধ্যেই চীনের সঙ্গে সব ধরনের যোগাযোগ বিচ্ছিন্ন রেখেছে।

মানুষ থেকে মানুষে সংক্রমিত হওয়া এ ভাইরাস ঠেকাতে চীন-ভ্রমণে কড়াকড়ি আরোপ করেছে বেশ কয়েকটি দেশ। এই ভাইরাসে সারা বিশ্বে প্রায় ৮৫ হাজারেও বেশি মানুষ আক্রান্ত হয়েছে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ