আওয়ার ইসলাম: কাতারের রাজধানী দোহায় শনিবার রাতে তালেবান ও যুক্তরাষ্ট্রের মধ্যে বহুল প্রতিক্ষিত শান্তি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। আশা করা হচ্ছে, আফগান সরকার এবং তালেবানদের মধ্যে আলোচনার পরবর্তী পর্ব শুরু হবে।
তালেবানের সঙ্গে শান্তি চুক্তিতে সম্ভাবনার দুয়ার খুলেছে বলে মন্তব্য করে ট্রাম্প বলেন, তালেবান এবং আফগান সরকার যদি এসব প্রতিশ্রুতি রক্ষা করে তাহলে আমরা আফগানিস্তানের যুদ্ধ শেষ করা এবং সেনাদের বাড়ি ফিরিয়ে আনার বড় একটি সুযোগ পাবো।
ট্রাম্প এই চুক্তির প্রশংসা করে বলেন, এতে করে যুক্তরাষ্ট্রের সবচেয়ে দীর্ঘ সশয় ধরে চলা যুদ্ধের অবসানের প্রথম ধাপ অর্জন হলো।
এদিকে এক বিবৃতিতে তালেবান নেতাদের সঙ্গে বৈঠকে বসার কথা জানিয়েছেন ডোনাল্ট ট্রাম্প। তবে বৈঠকটি কোথায় হবে তা জানানো হয়নি।
এর আগে কাবুলে যুক্তরাষ্ট্র ও আফগান কর্মকর্তাদের এক যৌথ ঘোষণায় বলা হয়, চুক্তি অনুযায়ী তালেবান যোদ্ধারা তাদের সব প্রতিশ্রুতি রক্ষা করলে আগামী ১৪ মাসের মধ্যে দেশটি থেকে সব সেনা প্রত্যাহার করে নেবে যুক্তরাষ্ট্র ও তার ন্যাটো মিত্ররা।
প্রসঙ্গত, ২০০১ সালে ৯/১১ হামলার পর আল কায়েদাকে উৎখাতে আফগানিস্তানে আগ্রাসন শুরু করে যুক্তরাষ্ট্র। এই যুদ্ধে দুই হাজার চারশোরও বেশি মার্কিন সেনা নিহত হয়েছে। দেশটিতে এখনও প্রায় ১২ হাজার সেনা রয়েছে।
সূত্র: বিবিসি উর্দু
আরএম/