বৃহস্পতিবার, ০৬ নভেম্বর ২০২৫ ।। ২১ কার্তিক ১৪৩২ ।। ১৫ জমাদিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
পাকিস্তানে টিটিপির হয়ে যুদ্ধ করতে গিয়ে বাংলাদেশি ২ তরুণ নিহত মারকাযুল উলূম খুলনা'র ২০ তম বার্ষিক ওয়াজ মাহফিল শুক্রবার  অনশনরত তারেকের পক্ষে সংহতি বিএনপি’র গুলি খেতে না চাইলে এনসিপিতে আসুন: হাসনাত আবদুল্লাহ ‘উত্তেজনা কমাতে’ ইস্তাম্বুলে ফের আলোচনায় বসছে পাক-আফগান জাতিসংঘে আওয়ামী লীগের চিঠি দেওয়ায় কোনো কাজ হবে না: তৌহিদ হোসেন ৭২র সংবিধান বাতিল জুলাই বিপ্লবের অন্যতম প্রেরণা: ইসলামিক বুদ্ধিজীবী ফ্রন্ট প্রকাশিত হয়েছে আবুল ফাতাহ কাসেমী’র নতুন বই ‘ইসলাম ও কাদিয়ানি ধর্ম’  অবিলম্বে জুলাই সনদ ঘোষণার উপর গণভোট দিতে হবে: খেলাফত মজলিস আবারও আফগানিস্তানকে যুদ্ধের হুমকি পাকিস্তানের

করোনা: রাজধানীতে মাস্ক বিতরণ করল মাদরাসা শিক্ষার্থীরা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: করোনা ভাইরাস সচেতনতায় রাজধানীর মিরপুরের বায়তুল মা'মূর মাদরাসা কমপ্লেক্সের ছাত্র কাফেলার উদ্যোগে মাস্ক বিতরণ করেছে কওমি মাদরাসার শিক্ষার্থীরা।

শুক্রবার (২০ মার্চ) বাদ জুমা বায়তুল মা'মুর মসজিদের মুসল্লিসহ আশেপাশের পথিক, দোকানদার, রিক্সাওয়ালা সর্বস্তরের জনসাধারণের মাঝে প্রায় ৮০০ মাস্ক বিতরণ করে শিক্ষার্থীরা।

জানা যায়, বায়তুল মা'মুর মসজিদের ইমাম হাফেজ মাওলানা জাফর আহমাদের উদ্যোগে আরো মাস্ক বানানোর জন্য অর্ডার দেয়া হয়েছে। ধারাবাহিকভাবে এ সচেতনতামূলক সেবা কার্যক্রম অব্যাহত থাকবে।

বায়তুল মা'মূর মাদরাসা কমপ্লেক্সের শিক্ষা সচিব মুফতি হাসান আল মাহমুদ জানান, মাদরাসা বন্ধ হওয়ার আগেই উদ্যোগ নেয়া হয়েছিল করোনা সচেতনতায় মাস্ক বিতরণ করবে ছাত্ররা। এ উদ্যোগটা তারাই নিয়েছিল; আমরা শিক্ষকরা তাদের সহযোগিতায় ছিলাম।

তিনি বলেন, আমাদের মাদরাসার প্রিন্সিপাল ও বায়তুল মা'মুর মসজিদের খতিব ড. আব্দুল মুকিত আযহারী, ভাইস প্রিন্সিপাল হাফজ মাওলানা জাফর আহমাদসহ মাদরাসার সকল শিক্ষক ছাত্রদের এ উদ্যোগকে স্বাগত জানিয়ে অর্থায়ন করেন।

তিনি আরও বলেন, করোনা ভাইরাস উদ্ভূত সমস্যায় সরকারি সিদ্ধান্তে গতকাল সন্ধায় মাদরাসা বন্ধের ঘোষণা হয়েছিল, তাই আজ শুক্রবার সকালে সবাই ফিরে গেছে। অন্যথায়, মাদরাসার সকল ছাত্র আজ রাজধানীর বিভিন্ন পয়েন্টে মাস্ক বিতরণ কার্যক্রমে অংশগ্রহণ করতো। শুধুমাত্র স্থানীয় কিছু ছাত্রদের মাধ্যমে এ কার্যক্রম বাস্তবায়ন করা গেছে।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ