বেলায়েত হুসাইন: জর্দানের দশ বছর বয়সী কোরআনের হাফেজা সুমাইয়া মানসুর মুতালিকা গতকাল শুক্রবার ইরবাদ জেলায় তার নিজ বাসভবনে ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন।
তার পরিবারের সূত্রে আরবি একাধিক গণমাধ্যম জানিয়েছে, মৌমাছির কামড়ে (হুলফুটান) ছোট্ট এই কোরআনের পাখি অসুস্থ হয়ে পড়ে এবং ক্ষতস্থানে তীব্র ব্যথার ফলে তার ইন্তেকাল হয়।
সুমাইয়া মানসুর অল্প বয়সে পবিত্র কোরআন মুখস্ত করে তার দেশে এক বিস্ময় সৃষ্টি করেন। জর্দানজুড়ে তার তিলাওয়াতের অসংখ্য ভক্ত রয়েছে।
সুমাইয়া মানসুরের মৃত্যুতে জর্দানের স্বাস্থ্য অধিদপ্তরের তরফ থেকে শোক জানানো হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তর তার পরিবারকে ধৈর্য্য ধারণ করার অনুরোধ জানিয়ে তার মাগফেরাতের জন্য দোয়া করার আহবান জানায়। সূত্র: আমিরাত নিউজ
-এএ