আওয়ার ইসলাম: জার্মানিতে একটি অ্যাপার্টমেন্ট থেকে পাঁচ শিশুর মরদেহ উদ্ধার করেছে।
আজ বৃহস্পতিবার (০৩ সেপ্টেম্বর) পুলিশ দেশটির পশ্চিমাঞ্চলীয় সোলিনজেন শহর থেকে এ মরদেহ উদ্ধার করে।
জার্মানিরর গণমাধ্যম বিল্ড জানায়, শিশুদের দাদি পুলিশকে টেলিফোন করে জানান- তার নাতনি (২৭) নিজের পাঁচ শিশুকে হত্যা করেছেন এবং আরও এক শিশুসহ বাসার বাইরে বেরিয়ে গেছেন। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ১, ২, ৩, ৬ ও ৮ বছর বয়সী পাঁচ শিশুর মরদেহ উদ্ধার করে।
পরে ওই মা সোলিনজেনের কাছে ডুসেলসর্ফের রেলস্টেশনে একটি ট্রেনের নিচে লাফিয়ে পড়েন। তবে তাদের দুজনকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে বিল্ড। এছাড়াও ওই নারীর বাসায় ১১ বছর বয়সী আরও এক ছেলে সন্তানকে অক্ষত পাওয়া গেছে।
স্থানীয় এক পুলিশ কর্মকর্তা বলেছেন, আমরা এই হত্যাকাণ্ডের উদ্দেশ্য সম্পর্কে এখনই কিছু বলতে পারছি না। ওই নারীকে জিজ্ঞাসাবাদ করা হবে বলে জানিয়েছেন তিনি।
-এটি