আওয়ার ইসলাম: জামিয়া ইসলামিয়া ইব্রাহিমিয়া উজানি, কচুয়া, চাঁদুপর মাদরাসার শায়খুল হাদিস আল্লামা রশিদ আহমদ রহ. এর জানাজা আগামীকাল সকাল ১০ টায় জানাজা অনুষ্ঠিত হবে। আল্লামা রশিদ আহমদ রহ. প্রতিষ্ঠিত নিজ গ্রামের মাদরাসা মাঠে অনুষ্ঠিত হবে এ জানাজা। তার নিজ গ্রাম কুমিল্লার লাকসাম থানার শরসপুর গ্রামে। বিষয়টি উজানী মাদরাসার কার্যকরী কমিটির সদস্য মাওলানা আবু সাঈদ আওয়ার ইসলামকে নিশ্চিত করেছেন।
জানা গেছে, জানাজা শেষে মাদরাসার কবরস্থানেই সমাহিত করা হবে তাকে। আজ রবিবার (২০ ডিসেম্বর) বিকাল পোনে ৪ টায় নিজ বাড়িতে ইন্তেকাল করেন আল্লামা রশিদ আহমদ রহ.। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুর সময় তার বয়স হয়েছিলো ৬৫ বছর।
জানা যায়, আল্লামা রশিদ আহমদ উজানী মাদরাসায় উস্তাদ হিসেবে ছিলেন প্রায় ৩০ বছর। আর শায়খুল হাদিস হিসেবে ছিলেন গত ৫ বছর যাবত।
এদিকে তার ইন্তেকালে শোকের ছায়া নেমে এসেছে উজানী এলাকাজুড়ে। তার মৃত্যৃতে শোক প্রকাশ করেছেন উজানীর পীর মাওলানা আশেকে এলাহী।
এমডব্লিউ/