দেশের শীর্ষ আলেম, চট্টগ্রাম দারুল মাআরিফ আল-ইসলামিয়ার প্রতিষ্ঠাতা পরিচালক আল্লামা সুলতান যওক নদভী গতকাল শুক্রবার (২ মে) দিবাগত রাতে ইন্তেকাল করেছেন। আজ শনিবার বিকেল চারটায় দারুল মাআরিফ প্রাঙ্গণে তাঁর নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। তাঁর জানাজায় দেশের বিভিন্ন এলাকা থেকে যারা অংশ নেবেন তাদের জন্য জরুরি নির্দেশিকা দিয়েছে মাদরাসা কর্তৃপক্ষ।
যাতায়াত নির্দেশনা-
ব্যক্তিগত উদ্যোগে আগত মুসল্লিগণ: বহদ্দারহাট কাঁচাবাজার রোডে টেম্পু/অটো অটো সার্ভিস চালু আছে।
প্রাইভেট কার/মাইক্রো/বাস/ সিএনজি নিয়ে আগত মুসল্লিগণ চান্দগাঁও আবাসিক এলাকা হয়ে আসবেন।
উত্তর চট্টগ্রাম থেকে আগত মুসল্লিগণ অনন্যা আবাসিক হয়ে হাজিরপুল আসতে পারবেন।
গাড়ি পার্কিং সংক্রান্ত জরুরি নির্দেশনা-
বাস: চান্দগাঁও আবাসিক এলাকা বি ব্লক জামে মসজিদের সামনে থামবে। সেখানে স্বেচ্ছাসেবকগণ পার্কিংয়ের স্থান দেখিয়ে দেবেন। সেখান থেকে হেঁটে/ রিকশায়/অটো রিকশায় আসা যাবে।
উত্তর চট্টগ্রাম থেকে আগত বাস অক্সিজেন/কোয়াইশ মোড় হয়ে অনন্যা আবাসিক দিয়ে হাজিরপুল আসতে পারবেন।
মাইক্রো বাস/প্রাইভেট কার/সি এনজি:
পার্কিং-১ শমশের পাড়া হাজিচান্দ মিয়া প্রাইমারি স্কুল
পার্কিং-২ রেললাইন সংলগ্ন ডেন্টাল কলেজ (বেলা ২ টার পর) ও রাজগঞ্জ আবাসিক এলাকা
পার্কিং-৩ বানিয়ার পুল ফাতেমা সোবহান আবাসিক এলাকা
পার্কিং-৪ মাদ্রাসার উত্তর পার্শ্বস্থ রাজনগর আবাসিক এলাকা।
পার্কিং ৫. হাজিপাড়া নতুন আবাসিক এলাকা
বি.দ্র.: মাদরাসার অভ্যন্তরে কোনো গাড়ি ঢুকবে না। গাড়ির চাপ ও ভিড়ের কারণে কিছুদূর আগে নেমে কিছুটা হাঁটতে হতে পারে। অনাকাঙ্ক্ষিত কষ্টের জন্য আন্তরিকভাবে দুঃখিত।
এনএইচ/