সোমবার, ১২ জানুয়ারি ২০২৬ ।। ২৮ পৌষ ১৪৩২ ।। ২৩ রজব ১৪৪৭

শিরোনাম :
এলপিজি আমদানি নিয়ে বড় সুখবর দিয়েছে বাংলাদেশ ব্যাংক ইবনে শাইখুল হাদিসের সঙ্গে নাহিদ ইসলামের দুই ঘণ্টার বৈঠক জামায়াত কি ক্ষমতায় যেতে চায়? নতুন জরিপে বিএনপির কাছাকাছি জনপ্রিয়তা জামায়াতের! হাদি হত্যা: চার্জশিটের গ্রহণযোগ্যতা নিয়ে শুনানি বৃহস্পতিবার বিক্ষোভের পর ইরানের পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণে, দাবি পররাষ্ট্রমন্ত্রীর স্বতন্ত্র প্রার্থীদের মাঠছাড়া করতে পরিকল্পিত চেষ্টা চলছে: ব্যারিস্টার শাহরিয়ার কবির নিজেদের নির্দোষ দাবি করলেন সালমান এফ রহমান-আনিসুল হক ‘মুজিব কোট তুলে রেখেছি, এবার ধানের শীষে ভোট দেব’ ৭ জেলার ২৫ মাদ্রাসার হিফজ বিভাগে পিসবের গিজার ও রুম হিটার বিতরণ

ভোরের প্রচারে নজর কেড়েছেন ইবনে শাইখুল হাদিস

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

বাংলাদেশ খেলাফত মজলিসের আমির (ইবনে শাইখুল হাদিস) মাওলানা মামুনুল হক এবার ঢাকা-১৩ আসন থেকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। তিনি ইতোমধ্যে পুরোদমে এলাকায় গণসংযোগ শুরু করেছেন। প্রায় প্রতিদিনই মোহাম্মদপুর, আদাবর ও শেরেবাংলা নগরের কোনো না কোনো এলাকায় যাচ্ছেন। মানুষের সঙ্গে কথা বলছেন। দোয়া ও সমর্থন চাচ্ছেন।

মাওলানা মামুনুল হকের এই প্রচারের মধ্যে ভোরের প্রচার বেশ নজর কেড়েছে। তিনি সোমবার (১২ জানুয়ারি) বাদ ফজর জিয়া উদ্যানে প্রাতঃভ্রমণে যান। সেখানে সকালের নির্মল বাতাসে শরীর চর্চারত নানা বয়স ও শ্রেণি-পেশার মানুষের সঙ্গে খোলামেলা ভাববিনিময় করেন।

এ সময় তিনি এলাকাবাসীর কথা শোনেন এবং নির্বাচিত হলে সব সমস্যার সমাধান করা হবে বলে আশ্বাস দেন।

দেশের আলোচিত আলেম মাওলানা মামুনুল হককে কাছে পেয়ে অনেকে তার সঙ্গে ছবি তোলেন। তারা রিকশা প্রতীকে ভোট দেবেন বলেও আশ্বাস দেন।

প্রসঙ্গত, জামায়াতে ইসলামীসহ ১১ দল নিয়ে যে নির্বাচনি সমঝোতার আলোচনা শেষ পর্যায়ে রয়েছে, সেখানে রয়েছে মাওলানা মামুনুল হকের দল বাংলাদেশ খেলাফত মজলিসও। দলটি ১৫ থেকে ২০টি আসনে ছাড় পাবে বলে আশা করছে। এর মধ্যে ঢাকা-১৩ আসনও রয়েছে। আসনটিতে প্রার্থী হওয়া জামায়াতের কেন্দ্রীয় নেতা ইতোমধ্যে প্রার্থিতা প্রত্যাহার করে মাওলানা মামুনুল হককে সমর্থন দিয়েছে। এই আসনে বিএনপি থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন ববি হাজ্জাজ। ধারণা করা হচ্ছে, মাওলানা মামুনুল হক ও ববি হাজ্জাজের মধ্যেই মূল প্রতিদ্বন্দ্বিতা হবে।

আরএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ