শুক্রবার, ০৯ মে ২০২৫ ।। ২৫ বৈশাখ ১৪৩২ ।। ১১ জিলকদ ১৪৪৬


ইসলামবাগ মাদরাসায় আল্লামা কাসেমী স্মরণে আলোচনা ও দোয়া মাহফিল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

দিদার শফিক।।

জামিয়া ইসলামিয়া ইসলামবাগ মাদরাসা মিলনায়তনে সোমবার শাইখুল হাদিস আল্লামা নূর হোসাইন কাসেমীর জীবন ও কর্ম শীর্ষক  আলোচনাসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন জমিয়তের ভারপ্রাপ্ত মহাসচিব শাইখুল হাদিস মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী।

আলোচনাসভায় আল্লামা নূর হোসাইন কাসেমী রহ. এর মাগফেরাত কামনা ও তার স্মৃতিচারণ করে প্রধান অতিথির বক্তব্যে জমিয়ত সহসভাপতি মাওলানা আবদুর রব ইউসুফী বলেন, জালেমের সামনে প্রতিবাদী ভাষায় ন্যায়- ইনসাফ ও সত্য কথা বলা উত্তম জিহাদ। আল্লামা নূর হোসাইন কাসেমী রহ. এর কর্ম ও সংগ্রামে এ হাদিসের মর্মকথা পূর্ণমাত্রায় প্রতিফলিত হয়েছিল। তিনি দারুল উলুম দেওবন্দের নীতি-আদর্শ, আকাবির- আসলাফের জীবন্ত প্রতিচ্ছবি ছিলেন। তার মাঝে আকাবির-আসলাফের অনেক গুণের সমাহার ঘটেছিল।

তিনি বলেন, তার জীবন ছিল বর্ণিল ও বহুমাত্রিক সাধনাপ্রসূত সফলতার। দেওবন্দের নীতি- আদর্শের অনুসরণ ও গায়রুল্লাহ বিমুখতা ছিল তার চরিত্রের অনন্য বৈশিষ্ট্য। আমি আগামী প্রজন্মের উদ্দেশে বলব, তোমরা নূর হোসাইন কাসেমীর চিন্তা- দর্শন কেমন ছিল জানতে চাইলে আমাদের আকাবিরদের জীবনীগ্রন্থ ও ইতিহাসসম্বলিত বইগুলো পাঠ করো। তিনি আকাবিরের ইতিহাসের একালের বরপুত্র ছিলেন।

সভাপতির ভাষণে জমিয়তের ভারপ্রাপ্ত মহাসচিব শাইখুল হাদিস মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী বলেন, রাহবারে মিল্লাত আল্লামা কাসেমী রহ. আমাদের বহুকাজের পথিকৃৎ ছিলেন। তাকে হারিয়ে এক সপ্তাহেই বোঝা যাচ্ছে আমরা কী হারিয়েছি! জাতির এ দুর্দিনে তার কী প্রয়োজনীয়তা ছিল!

জমিয়তের ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, আবদুল হাই লাখনাবির মৃত্যুকেন্দ্রীক উক্তির মত বলতে চাই, আল্লামা নূর হোসাইন কাসেমি রহ. ইন্তেকাল করেছেন, কিন্তু তার আদর্শ রয়ে গেছে। বাগানের ফুল ঝরে গেছে, কিন্তু ফুলের সৌরভ রয়ে গেছে। আমাদের উচিত তার আদর্শ ও চেতনা লালন করে কওম ও মিল্লাতের কল্যাণে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার মিশনকে এগিয়ে নেওয়া।

এছাড়া আল্লামা নূর হোসাইন কাসেমী রহ. এর স্মৃতিচারণ করে সভায় বক্তব্য রাখেন ইসলামবাগ মাদরাসার ভাইস প্রিন্সিপাল হাফেজ মাওলানা ওমর আলী, মুফতি বশিরুল হাসান খাদিমানি, মুফতি মুঈনুদ্দীন, মুফতি আবদুল গনী আল গাজী, মুফতি দিদার শফিক প্রমুখ।

বক্তারা বলেন, আল্লামা নূর হোসাইন কাসেমী রহ. ছিলেন আগাগোড়া একজন আদর্শ ও দরদী শিক্ষক এবং মানুষ গড়ার কারিগর। খোদাভীরুতা, ত্যাগ- তিতিক্ষা ছিল তার জীবনের সৌন্দর্য। নির্মোহ ও আপসহীন জাতীয় নেতৃত্ব ছিল তার দেওবন্দি চেতনার জীবনঘনিষ্ঠ আলোর মিনার। তিনি ছিলেন জাতির দুর্দিনের আশা ও আস্থার কেন্দ্রস্থল।

-কেএল/কাউসার লাবীব


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ