শনিবার, ১৭ জানুয়ারি ২০২৬ ।। ৩ মাঘ ১৪৩২ ।। ২৮ রজব ১৪৪৭


যুবকের কবর খুঁড়তে গিয়ে নিজেই ঢলে পড়লেন মৃত্যুর কোলে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ময়মনসিংহের নান্দাইলে মৃত ব্যক্তির কবর খুঁড়তে গিয়ে বাবুল মিয়া নামে এক যুবকের হৃদরোগে মৃত্যু হয়েছে।

বুধবার সকাল ৮টার দিকে নান্দাইল সদর ইউনিয়নের ভাটিসাভার বিলপাড় গ্রামে এ ঘটনা ঘটে। মৃত বাবুল ওই গ্রামের মৌজ আলীর ছেলে। নান্দাইল ইউনিয়নের সাত নম্বর ওয়ার্ডের মেম্বার আব্দুল হালিম বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, ভাটিসাভার বিলপাড় গ্রামের বাহাদুর আলীর স্ত্রী নুরজাহান মারা গেছেন। বুধবার সকালে তাদের পারিবারিক কবরস্থানে বাবুল কবর খুঁড়ছিলেন।

কোদাল দিয়ে মাটিতে দুই-তিনটি কোপ দিতেই তিনি অচেতন হয়ে মাটিতে পড়ে যান। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে নান্দাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এমডব্লিউ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ