শনিবার, ১৭ জানুয়ারি ২০২৬ ।। ৩ মাঘ ১৪৩২ ।। ২৮ রজব ১৪৪৭


ইসলামী যুব আন্দোলন বরিশাল জেলা যুব সম্মেলন অনুষ্ঠিত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: নগরীর চাঁদমারি রোডস্থ এম. সি অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয় ইসলামী যুব আন্দোলন বরিশাল জেলা যুব সম্মেলন। সম্মেলনের সভাপতিত্বে ছিলেন জেলা সভাপতি এইচ এম সানাউল্লাহ।

শুক্রবার ৫ ফেব্রুয়ারি বিকাল ৩টায় সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক উপাধ্যক্ষ মাওলানা মুহাম্মাদ সিরাজুল ইসলাম এবং প্রধান বক্তার বক্তব্য রাখেন ইসলামী যুব আন্দোলনের কেন্দ্রীয় প্রচার সম্পাদক মুহাম্মাদ ইলিয়াস হাসান।

সম্মেলনে বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী যুব আন্দোলনের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক [বরিশাল বিভাগ] প্রভাষক মুহাম্মাদ আল-আমিন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ বরিশাল জেলা শাখার ছাত্র ও যুব বিষয়ক সম্পাদক মাওলানা কাজী মুহাম্মাদ বেলাল হাসান, ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় তথ্য ও গবেষণা সম্পাদক কে এম শরীয়াতুল্লাহ, ইসলামী যুব আন্দোলন বরিশাল মহানগর সভাপতি মাওলানা মুহাম্মাদ আরিফুর রহমান, ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন বরিশাল জেলা সভাপতি মুহাম্মাদ আশরাফুল ইসলাম, নগর সহ সভাপতি মুহাম্মাদ ইবরাহীম খান, জেলা সাধারণ সম্পাদক এইচ এম আল আমিন প্রমুখ।

সম্মেলন শেষে প্রধান অতিথি বিগত কমিটি বিলুপ্ত করে ২০২১-২২ সেশনের কমিটিতে সভাপতি এইচ এম সানাউল্লাহ, সহ সভাপতি মাওলানা গাজী মুহাম্মাদ আব্দুর রাজ্জাক ও সাধারণ সম্পাদক মুহাম্মাদ আরমান হোসেন রিয়াদ এর নাম ঘোষনা করেন।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ