মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫ ।। ১৬ বৈশাখ ১৪৩২ ।। ১ জিলকদ ১৪৪৬

শিরোনাম :
দেশে ফিরছেন খালেদা জিয়া, প্রস্তুত করা হচ্ছে এয়ার অ্যাম্বুলেন্স শিক্ষার্থীদের সভা-সমাবেশ ও মিছিলে অংশগ্রহণ বন্ধের নির্দেশ নারী নীতিমালা নিয়ে জাতীয় সেমিনারে শীর্ষ আলেম-রাজনীতিকরা ‘মানবিক করিডোর’ প্রতিষ্ঠার আগে জাতীয় ঐকমত্য তৈরি করতে হবে সুখী ও সমৃদ্ধ বাংলাদেশ দেখতে চায় বিএনপি : মির্জা ফখরুল ইসলামিক ফাউন্ডেশনের নিয়োগ বিজ্ঞপ্তি স্থগিত প্রতিহিংসা-প্রতিশোধ শান্তি বয়ে আনতে পারে না: আমীরে জামায়াত শিক্ষা-প্রতিষ্ঠানে শাসন সংকট, মনোভাবের বিপর্যয় এবং সতর্কতার আহ্বান নিবরাস ইসলামিক রিসার্চ ফাউন্ডেশনে শিক্ষক নিয়োগ মানুষের আস্থা ফিরিয়ে আনতে পুলিশের প্রতি প্রধান উপদেষ্টার আহ্বান

শিক্ষাপ্রতিষ্ঠানবিহীন এলাকায় মাদরাসা শুরু করলো ‘এমএম ফাউন্ডেশন’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: মাগুরা জেলার শালিখা থানাধীন ধাপোয়াপাড়ায় ‘মদিনা একাডেমি’ নামে একটি মাদরাসার ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেছে এমএম ফাউন্ডেশন। আজ সোমবার (৮ফেব্রুয়ারি) বাদ জোহর এ মাদরাসা উদ্বোধন করা হয়। উদ্বোধন করেন ঝিনাইদহ কালিগঞ্জের ফয়লা হযরত আলী কওমী মাদরাসার মোহতামীম মাওলানা আব্দুর রউফ।

এ সময় উপস্থিত ছিলেন, এমএম ফাউন্ডেশনের ডিরেক্টর মুফতি মুমিনুল হক, ঝিনাইদহ কালিগঞ্জের বলিদা পাড়া মাদরাসার মুহাদ্দিস মাওলানা ফারুক নোমানী, ঝিনাইদহ নাদিয়াতুল কোরআন মাদরাসার মুহতামিম মাওলানা মোহাম্মদ আব্দুল্লাহ, খতমে নবুয়ত মারকায ঝিনাইদহ শাখার দাঈ মাওলানা নবীর হোসাইন ও ধাপুয়া পাড়া মসজিদের ইমাম মাওলানা তরিকুল ইসলামসহ স্থানীয় নেতৃবৃন্দ।

ধাপোয়াপাড়ায় মদিনা একাডেমি’র ভিত্তিপ্রস্তর উদ্বোধন বিষয়ে এমএম ফাউন্ডেশনের ডিরেক্টর মুফতি মুমিনুল হক বলেন, মাগুরা জেলার শালিখা থানাধীন ধাপোয়াপাড়া একটি অজপাড়া গাঁ। এখানে মানুষজন তাদের ছেলেমেয়েদের শিক্ষিত করে তোলার জন্য কোনো শিক্ষাপ্রতিষ্ঠান নেই। কেউ পড়তে হলে তাকে কয়েক মাইল পাড়ি দিয়ে যেতে হয় বহুদূর। এছাড়া বর্ষাকালে এ এলাকা পানি বন্দী হয়ে পড়লে তাদের লেখাপড়া স্থগিত হয়ে যায়। এসব কিছু মাথায় রেখেই এখানে একটি মাদরাসা করার উদ্যোগ নিয়েছিলাম। আল্লাহর কাছে অশেষ শুকরিয়া তিনি কাজটি শুরু করার তাওফিক দিয়েছেন।

তিনি বলেন, এ প্রতিষ্ঠানটি যেহেতু এলাকার প্রথম বিদ্যাপিঠ; তাই যত তাড়াতাড়ি কাজটি শেষ করা যায় ততোই গ্রামের জন্য ভাল। কাজ শুরু করেছি। ইনশাআল্লাহ, আল্লাহ পাক শেষ করার তাওফিক দিবেন বলে আশা করি।

-কেএল


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ