শনিবার, ১৭ জানুয়ারি ২০২৬ ।। ৩ মাঘ ১৪৩২ ।। ২৮ রজব ১৪৪৭


প্রধানমন্ত্রীর পক্ষ থেকে গোয়াইনঘাট হাসপাতালে কম্বল বিতরণ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আবু তালহা তোফায়েল।।
সিলেট থেকে>

প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে গোয়াইনঘাট হাসপাতালে রোগীদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।

আজ ১৩ ফেব্রুয়ারি (শনিবার) বিকাল ৩ টায় এ কম্বল বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

মাঘমাসের কনকনে শীতে রোগীরা ঠান্ডায় বিড়ম্বনা পোহাতে হয়; সন্ধ্যা থেকে সকাল ৯টা পর্যন্ত ঠান্ডার জো থাকে মাত্রাতিরিক্ত; সীমান্ত অঞ্চল- ভারতের মেঘালয় ঘেসা অঞ্চল গোয়াইনঘাটে দেশের অন্যান্য অঞ্চলের তুলনায় একটু বেশী ঠান্ডার প্রভাব থাকে। আর রোগীদের জন্য ঠান্ডা মারাত্মক ক্ষতিকর; সবকিছু বিবেচনা করে প্রধানমন্ত্রী ত্রাণ তহবিল থেকে আসা শীত সামগ্রী তথা কম্বল গোয়াইনঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বিতরণ করেন চেয়ারম্যান ভূমি আপিল বোর্ড (সরকারের সচিব) উম্মুল হাসনা।

এসময় উপস্থিত ছিলেন গোয়াইনঘাট উপজেলা নির্বাহি অফিসার (ইউএনও) তাহমিলুর রহমান, গোয়াইনঘাট উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাওলানা গোলাম আম্বিয়া কয়েছ, মহিলা ভাইস চেয়ারম্যান মোছা. আফিয়া বেগম, উপজেলা স্বাস্হ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রেহান উদ্দিন, আরএমও খালেদুর রহমান চৌধুরী, সাংবাদি আব্দুল মালিক প্রমুখ।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ