শনিবার, ১৭ জানুয়ারি ২০২৬ ।। ২ মাঘ ১৪৩২ ।। ২৮ রজব ১৪৪৭


সারাদেশে হিফজুল কুরআন প্রতিযোগিতার আয়োজন করছে রাবেতাতুল হুফফাজ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: প্রথমবারের মতো সারাদেশে হিফজুল কুরআন প্রতিযোগিতার আয়োজন করছে হাফেজদের কল্যাণে প্রতিষ্ঠিত রাবেতাতুল হুফফাজ ফাউন্ডেশন বাংলাদেশ। আগামী ২৫ ফেব্রুয়ারি থেকে শুরু হবে এই প্রতিযোগিতা।

সংগঠনের সভাপতি সাইয়্যেদ মাহফুজুর রহমান আওয়ার ইসলামকে জানান, সারাদেশে প্রায় ২০টি জোনে এই প্রতিযোগিতার অডিশন অনুষ্ঠিত হবে। আগামী ৩ এপ্রিল অনুষ্ঠিত হবে ফাইনাল প্রতিযোগিতা।

এই আয়োজনের উদ্দেশ্য সম্পর্কে সংগঠনের সভাপতি বলেন, সারাদেশে গ্রামে-গঞ্জে ছড়িয়ে থাকা মেধাবী হাফেজদের খুঁজে বের করতেই এই আয়োজন। প্রতিযোগিতায় বিজয়ীদের লক্ষাধিক টাকার পুরস্কার দেওয়া হবে বলে জানান তিনি।

রাবেতাতুল হুফফাজ ফাউন্ডেশন বাংলাদেশ হাফেজদের কল্যাণে প্রতিষ্ঠিত একটি সংগঠন। সারাদেশে বিশুদ্ধভাবে কুরআন তেলাওয়াত শেখানো, দীনি মাহফিলের আয়োজন, অসহায় ও দুঃস্থদের সেবায় কাজ করে থাকে সংগঠনটি। সম্প্রতি সংগঠনটির নতুন কমিটি গঠিত হয়েছে। এতে সভাপতি নির্বাচিত হয়েছেন সাইয়্যেদ মাহফুজুর রহমান। তিনি সংগঠনটির প্রতিষ্ঠাতা সভাপতি। আর সাধারণ সম্পাদক হয়েছেন মোহাম্মদ নুরুল হুদা তুহিন।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ