মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫ ।। ১৬ বৈশাখ ১৪৩২ ।। ১ জিলকদ ১৪৪৬

শিরোনাম :
ইসলামিক ফাউন্ডেশনের নিয়োগ বিজ্ঞপ্তি স্থগিত রাষ্ট্রের দায়িত্বে কে যাবেন সেই ফয়সালা আল্লাহ করবেন : জামায়াতে আমির শিক্ষা-প্রতিষ্ঠানে শাসন সংকট, মনোভাবের বিপর্যয় এবং সতর্কতার আহ্বান নিবরাস ইসলামিক রিসার্চ ফাউন্ডেশনে শিক্ষক নিয়োগ মানুষের আস্থা ফিরিয়ে আনতে পুলিশের প্রতি প্রধান উপদেষ্টার আহ্বান অধ্যাপক আখতার ফারুক রহ.-এর জীবন-কর্ম আলোচনা সভা অনুষ্ঠিত হেফাজতের মহাসমাবেশ সফলে সাভারে উলামা সম্মেলন অনুষ্ঠিত  কারাগারে পাঠানোর নির্দেশের পর জামিন পেলেন মাওলানা মাসউদুল করীম ইজতেমা মাঠের মামলায় মাওলানা মাসউদুল করীম কারাগারে নারী সংস্কার কমিশনের ত্রুটি জানানো হলো ঐকমত্য কমিশনকে

মসজিদের পাইলিংয়ের স্তম্ভ পড়ে পিরোজপুরে নিহত ১

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: পিরোজপুরের নাজিরপুরে মডেল মসজিদের নির্মাণ এলাকায় তার ছিঁড়ে পাইলিং স্তম্ভে পড়ে গিয়ে এক শ্রমিক নিহত হয়েছে। তার নাম তরিকুল ইসলাম মল্লিক (৪০)। তিনি বাগেরহাট জেলার কচুয়া উপজেলার লড়ারকুল গ্রামের সরোয়ার হোসেন মল্লিকের ছেলে।

এ ঘটনায় দু'জন আহত হয়েছেন। তারা হলেন- একই গ্রামের সৈয়দ আলী শেখের ছেলে মো. হাফিজুর রহমান শেখ (২৫) ও লতিফ শেখের ছেলে মিরাজুল ইসলাম শেখ (৩০)। তাদের উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

বুধবার বিকেল ৪টার দিকে উপজেলার স্টেডিয়ামের পূর্বপাশের মডেল মসজিদ নির্মাণ এলাকায় এ ঘটনা ঘটে।

সেখানকার প্রধান নির্মাণ শ্রমিক বলেন, ওই নির্মাণ কাজের পাইলিংয়ের জন্য বসানো স্তম্ভটি শক্ত করে মোটা স্টিলের তার দিয়ে টানা দেওয়া ছিল। পাইলিং বসানোর কাজে ব্যবহৃত সরঞ্জামাদি আমাদের নিজস্ব প্রতিষ্ঠানের, ঠিকাদারি প্রতিষ্ঠানের নয়।

প্রত্যক্ষদর্শী শ্রমিক মনির হোসেন বলেন, ওই সময় আমরা ৭-৮ জন শ্রমিক সেখানে কাজ করছিলাম। হঠাৎ পাইলিংয়ের কাজে ব্যহৃত স্তম্ভের টানা দেওয়া একটি তার ছিঁড়ে যায়। এতে স্তম্ভটি পূর্বপাশে পড়ে যায়। এসময় ওই স্তম্ভের উপরে কাজে থাকা শ্রমিক তরিকুল ইসলাম গুরুতর আহত হন। পরে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. এ এইচ এম মোস্তফা কায়সার জানান, গুরুতর আহত শ্রমিককে হাসপাতালে আনা হলে কিছু সময় পড়েই তার মৃত্যু হয়। আহত অপর দুই শ্রমিককে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

-কেএল


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ