মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫ ।। ১৬ বৈশাখ ১৪৩২ ।। ১ জিলকদ ১৪৪৬


চট্টগ্রাম জিরি মাদরাসায় এসলাহি জোড় ও শততম খতমে বোখারী শুক্রবার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মুহাম্মদ ইকরামুল হক
চট্টগ্রাম দক্ষিণজেলা প্রতিনিধি>

চট্টগ্রামের আল জামিয়াতুল আরবিয়াতুল ইসলামিয়া জিরির (জিরি মাদরাসা) এছলাহি জোড় ও শততম খতমে বুখারী অনুষ্ঠান আগামী ৫ মার্চ (শুক্রবার) অনুষ্ঠিত হবে।

হাটহাজারী মাদরাসার পর এবার জামিয়া জিরিতে একশতম খতমে বুখারী অনুষ্ঠিত হতে যাচ্ছে। জোড়ে দেশের প্রত্যন্তাঞ্চলের শীর্ষস্থানীয় ওলামায়ে কেরামগণ রূহানী বয়ান করবেন।

এছলাহি জোড় ও খতমে বুখারীতে জামিয়ার সাবেক পরিচালক পীরে কামেল আল্লামা শাহ্ মোহাম্মদ তৈয়ব রহ. এর খলিফাগণ, মুরিদান, মুহিব্বীন ও থর্মপ্রাণ তৌহিদীজনতার উপস্থিতি ও দোয়া কামনা করেছেন জামিয়ার পরিচালক মাওলানা হাফেজ খোবাইব বিন তৈয়ব।

জামিয়া প্রধানের সচিব মাওলানা রহিমুল্লাহ আওয়ার ইসলামকে জানান, শুক্রবার সকাল দশটা থেকে এছলাহি জোড় অনুষ্ঠিত হবে এবং বেলা তিনটায় খতমে বুখারী অনুষ্ঠান শুরু হয়ে আসরের পূর্বে মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠান শেষ হবে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ