আওয়ার ইসলাম: ব্রাহ্মণবাড়িয়া পৌরসভা নির্বাচনে ৯৭২ ভোট পেয়ে জামানত হারিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের মেয়র প্রার্থী আব্দুল মালেক। নির্বাচনী বিধি মোতাবেক প্রদত্ত ভোটের আট ভাগের এক ভাগ ভোট না পাওয়ায় তার জামানত বাজেয়াপ্ত করছে নির্বাচন কমিশন।
ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা জান্নাত জাহান গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, কোনো প্রার্থী যদি প্রদত্ত ভোটের আট ভাগের এক ভাগ ভোট না পান তাহলেই নির্বাচন কমিশনের কাছে দেয়া তার জামানত বাজেয়াপ্ত করা হয়।
আব্দুল মালেকের সঙ্গে ব্রাহ্মণবাড়িয়া পৌরসভা নির্বাচনে এ নির্বাচনে জামানত হারিয়েছেন আরো দুইজন। তারা হলেন, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির প্রার্থী মো. নজরুল ইসলাম ও স্বতন্ত্র প্রার্থী আব্দুল কারীম। তবে পৌর নির্বাচনে অংশ নেয়া অন্য তিন প্রার্থী জামানত হারাননি। এ নির্বাচনে ছয়জন মেয়র প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন।
প্রসঙ্গত, ব্রাহ্মণবাড়িয়া পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী নায়ার কবির ২৮ হাজার ৫৫৪ ভোট পেয়ে বেসরকারিভাবে মেয়র নির্বাচিত হয়েছেন। বিএনপি মনোনীত মেয়র প্রার্থী মো. জহিরুল হক পেয়েছেন আট হাজার ১৩২ ভোট, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির নজরুল ইসলাম পেয়েছেন ৩৮৭ ভোট, ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী আব্দুল মালেক পেয়েছেন ৯৭২ ভোট এবং স্বতন্ত্র প্রার্থী মাহমুদুল হক ভূঁইয়া ১৮ হাজার ৩৬১ ভোট ও আব্দুল কারীম পেয়েছেন এক হাজার ৪৪৮ ভোট।
রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, ব্রাহ্মণবাড়িয়া পৌরসভা নির্বাচনে ভোট দিয়েছেন ৫৭ হাজার ৭৯৮ জন। এর মধ্যে বৈধ ভোটের সংখ্যা ৫৭ হাজার ৮৫৪। আর বাতিলকৃত ভোটের সংখ্যা ১৪৪। প্রদত্ত ভোটের হিসেবে আট ভাগের এক ভাগ ভোট সাত হাজারের কিছু বেশি। কিন্তু মেয়র পদে লড়া ছয়জন প্রার্থীর মধ্যে আব্দুল কারীম, আব্দুল মালেক ও মো. নজরুল ইসলাম সেই ভোট পাননি।
-কেএল